হরিয়ানার দ্বিতীবারের সরকার সাধারণ মানুষের উপকার করতে পারে : মোদী

ফরিদাবাদ, ১৪ অক্টোবর (হি.স) : সোমবার ফরিদাবাদের শহীদ রাজা নাহের সিংয়ের ভুমিতে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের দুর্নীতি নিয়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, হরিয়ানার উন্নতির জন্য বর্তমান সরকারকে ফের ক্ষমতায় থাকতে হবে। দ্বিতীয় ইনিংসে একদিকে দিল্লি সরকার যেমন দেশকে সুরক্ষিত করছে, তেমনি হরিয়ানাতে মনোহর সরকার ফের ক্ষমতায় এলে উন্নয়ন আরও বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে হরিয়ানা বিজেপি ক্যাপ্টেনের প্রশংসা করে বলেন, মনোহরলালের ক্যাপ্টেন্সিতে বিরোধী দল আজ ভেঙে পড়েছে। তারা নির্বাচনে জিততে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন হরিয়ানার সরকারের শক্তিশালী এবং সক্ষম অধিনায়ক রয়েছে, সেখানে উন্নয়ন অবশ্যই হবে বলেও তিনি জানান। বলেন, পাঁচ বছর হরিয়ানার উন্নয়নে এক সফলতা অর্জন করেছে। মোদী সাধারণ মানুষকে আহ্বান করে বলেন, আগামী একুশে অক্টোবর আপনাদের সুনিশ্চিত করতে হবে যে হরিয়ানাতে ফের এই সরকার তৈরি হবে, নাকি দুর্নীতিগ্রস্তদের জায়গা করে দেবেন। তিনি হরিয়ানার যুবক, কৃষক-শ্রমিক সহ সমস্ত শ্রেণির মানুষের কাছে হরিয়ানার উন্নয়নের বিকাশের ধারাকে বজায় রাখার জন্য ফের হরিয়ানায় মনোহরলাল সরকারকে ক্ষমতায় আনার জন্য আবেদন জানান।