মস্কো, ২২ সেপ্টেম্বর (হি. স.) : আমরা চাই শিখ ধর্মকে একটি পৃথক ধর্ম হিসাবে বিবেচনা করা হোক। আমরা মোদীজির সঙ্গে রয়েছি, তিনি আমাদের শের, তিনিই এমন একজন ব্যক্তি যাঁকে আমরা আয়রন ম্যান বলি। যেভাবে শিখরা সর্বদা ভারতের পাশে দাঁড়িয়েছে তেমনই আমরাও মোদীজির সঙ্গে রয়েছি। মার্কিন মুলুকের হাউস্টনে প্রধানমন্ত্রী মোদীকে একটি স্মারকলিপি দিয়ে এমনটাই বললেন শিখ প্রতিনিধি দলের এক সদস্য।

রবিবারই ‘হাউডি মোদী’ মেগা ইভেন্টে বক্তৃতা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সেই উপলক্ষ্যে শনিবার মার্কিন মুলুকের হাউস্টনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমপক্ষে ৫০ হাজার অনাবাসী ভারতীয়ের মাঝে ভাষণ দেবেন তিনি। মেগা শোয়ে থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া – গান, বাজনা ও নৃত্য।
‘হাউ ডু ইউ ডু মোদী’ বা টেক্সাসের চলতি ভাষায় ‘হাউডি মোদী।’ রবিবার আমেরিকার হাউস্টনে ভারতের প্রধানমন্ত্রীর মেগা শো। আয়োজক, আমেরিকায় বসবাসকারী মার্কিন নাগরিকরা। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে শিখ ধর্মকে একটি পৃথক ধর্ম হিসাবে বিবেচনা করার জন্য স্মারকলিপি দেয় শিখ প্রতিনিধি দল।

