![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/12/Ratan-Lal-Nath.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর ৷৷ শিক্ষক দিবসের পরদিনই শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তার নির্বাচনী এলাকার সুকলগুলির হাল হকিকৎ সম্পর্কে খোঁজখবর নিতে ছুটে গেলেন৷ এলাকার চারটি সুকল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী৷ পরিদর্শনকালে কয়েকজন শিক্ষকের আগাম অনুমতি ছাড়াই বিদ্যালয়ে না আসা, মিড ডে মিলে গড়মিল সহ বিভিন্ন বিষয় শিক্ষামন্ত্রীর নজরে এসেছে৷
এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দপ্তরকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ ওইসব এলাকার সুকলগুলিতে পরিকাঠামোগত যেসব সমস্যা রয়েছে সেগুলিও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী৷ রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে৷ শিক্ষা দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ বিভিন্ন সুকল পরিদর্শন সহ সমস্যাগুলি সম্পর্কে খোঁজ খবর নিতে বলা হয়েছে৷
বাম আমলে বিদ্যালয় পরিদর্শকরা বিশেষ করে গ্রামীণ ও পাহাড়ি এলাকার সুকলগুলি পরিদর্শন করতেন না৷ সে কারইে ওইসব এলাকার সুকলগুলির হাল আরও বেহাল অবস্থায় পরিণত হয়েছে৷ বর্তমান সরকার শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে পাহাড় সর্বত্রই গুণগত শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে৷ সে কারণেই শিক্ষামন্ত্রী রতন লাল নাথ শিক্ষক দিবসের পরদিনই ছুটে গেছেন নিজের বিধানসভা এলাকার জনজাতি অধ্যুষিত চারটি সুকল পরিদর্শনে৷ সুকলগুলি হল ডাইনমারা হাই সুকল, অভিচরণস্থিত মধু চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, লেফুঙ্গা এবং গামছা কোবড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়৷ ওইসব সুকলে গিয়ে তিনি সুকলের পরিকাঠামোগত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন৷
ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন৷ ডাইনমারা হাই সুকল পরিদর্শনকালে চারজন শিক্ষক শিক্ষিকার আগাম অনুমতি ছাড়াই অনুপস্থিতির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী৷ সুকলটির মিড ডে মিল পরিচালনা নিয়েও অভিযোগ পেয়েছেন৷ এইসব বিষয়ে উষ্মা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী৷ তিনি অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন৷
অভিচরণস্থিত মধু চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বিদ্যালয়ে পাননি৷ তিনি নাকি ছুটি নিয়েছেন৷ তার ছুটির কাগজপত্র সঠিক কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ তিনি৷ সুকলটির শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষামন্ত্রী লক্ষ্য করেন, ছাত্রছাত্রীর সঙ্গে সারমেয় অবস্থান করছে৷ এ ধরনের ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেন শিক্ষামন্ত্রী৷ লেফুঙ্গা এবং গামছা কোবড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী৷ প্রতিটি সুকলের শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি৷ ওইসব সুকলের কিছু পরিকাঠামোগত সমস্যা শিক্ষামন্ত্রীর নজরে এসেছে৷ সেগুলোর দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন৷
পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, শিক্ষকতার কাজটি পেশা নয়, এটা একটি আদর্শ৷ আগামী প্রজন্ম কিভাবে তৈরি হচ্ছে, রাজ্যকে দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত, রাজ্যকে নেশামুক্ত, দারিদ্রমুক্ত করার জন্য আগাম প্রজন্মকে শিক্ষকরা দায়িত্ব পালন করবেন৷ ছাত্র হল কাঁচা মাটির মতো৷ শিক্ষকরা যেভাবে তৈরি করবেন সেভাবেই তৈরি হবে৷ শিক্ষামন্ত্রী আরও জানান, বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কেমন এইসব বিষয় তিনি খতিয়ে দেখেছেন৷ ওইসব সুকলে শিক্ষকের তেমন ঘাটতি নেই৷ পরিকাঠামোগত যেসব ঘাটতি রয়েছে সেগুলি শীঘ্রই পূরণ করা হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী৷