মেজাজ হারিয়ে অনুগামীকে চড় সিদ্দারামাইয়ার

মাইসোর (কর্ণাটক), ৪ সেপ্টেম্বর (হি.স.) :  নিজের ঘনিষ্ঠ সহযোগীকে প্রকাশ্যে চড় মেরে বিতর্কে জড়ালেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। 

বুধবার মাইসোর বিমানবন্দরের বাইরে নিজের ঘনিষ্ঠ সহযোগী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান নাদনেল্লি রবিকে কষিয়ে চড় মারেন সিদ্দারামাইনা। মুহূর্তের মধ্যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই প্রসঙ্গে নাদনেল্লি রবি জানিয়েছেন, তিনি আমার পিতৃসম এবং আমি তাঁর অনুগামী। তিনি আমার গুরু। ফলে গুরুর চড়কে বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয়। 

উল্লেখ করা যেতে পারে বিজেপির কাছে কর্ণাটকে মসনদ হারানোর পর শিবকুমারের গ্রেফতারিকে কার্যত যে সিদ্দারামাইয়া যে ভেঙে পড়েছেন এই চড় তারই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।