![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/04/Tripura.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ অসম এবং পার্শবর্তী উত্তর ত্রিপুরার দুই মাদ্রাসা থেকে চার ছাত্র নিখোঁজ হয়েছিল৷ এ ঘটনায় ত্রিপুরার পাশপাশি অসমের করিমগঞ্জ জেলার নিলামবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ত্রিপুরা থেকে নিখোঁজ দুই ছাত্রের নাম রুহেল আহমদ (১৩) এবং আরিফুল হক (১৩)৷ রুহেলের বাড়ি উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কালা গাঙ্গেরপাড় গ্রামে এবং আরিফুলের বাড়ি উত্তর ত্রিপুরারই পানিসাগর থানাধীন বিলথৈ গ্রামে৷ তারা মঙ্গলবার দুপুরবেলা অসমের কাঁঠালতলি আলিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে৷
অপরদিকে আবু আহমেদ (১৫) ও জুয়েল আহমেদ (১৫) নামের আরও দুই মাদ্রাসা ছাত্র এখনও নিখোঁজ৷ তাদের প্রথমজনের বাড়ি উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কালাছড়া গ্রামে এবং অন্যজনের বাড়ি ত্রিপুরার কুর্তি এলাকায়৷ আবু আহমেদ নিলামবাজারের বাহাদুরপুর আলিয়া মাদ্রাসা থেকে এবং জুয়েল আহমেদ সোনামুড়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে৷
গত দু-দিনে পৃথক পৃথকভাবে এই চার মাদ্রাসা ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় ত্রিপুরার উত্তর জেলার পাশাপাশি অসমের করিমগঞ্জ জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তবে দুজন ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ ও তাদের পরিবারবর্গ৷
এদিকে কাঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঞ্চম প্রজাপতি জানান, গতকাল কাঁঠালতলি আলিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ রুহেল আহমদ এবং আরিফুল হক, আজ (বুধবার) দুজনই তাদের নিজের নিজের বাড়িতে গিয়ে হাজির হয়েছে৷ মাদ্রাসার হোমওয়ার্ক সম্পূর্ণ করতে পারেনি, তাই তারা ভয়ে পালিয়েছিল, জানিয়েছে পলাতক দুই ছাত্র রুহেল ও আরিফুল৷ মাদ্রাসা কামাই করে গতকাল রাতে তারা ধর্মনগর রেলস্টেশনে কাটিয়ে আজ বাড়িতে গেলে উভয়কে থানায় এনে কর্তৃপক্ষের সামনে হাজির করিয়ে নিখোঁজ ডায়েরি প্রত্যাহার করেছেন অভিভাবকরা৷ জানান, ফাঁড়ি ইনচার্জ পঞ্চম প্রজাপতি৷
অন্যদিকে বাকি দুই নিখোঁজ ছাত্রকে উদ্ধার করতে ত্রিপুরা এবং অসমের নিলামবাজার থানা পুলিশ তালাশি অভিযান চালিয়েছে বলে জানা গেছে৷