![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/12/Ratan-Lal-Nath.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ আগরতলা পুর নিগম এলাকায় ৮২ হাজার পরিবার কোন ধরনের কর প্রদান করছে না৷ তাতে করে প্রচুর পরিমাণে রাজস্ব ক্ষতি হচ্ছে৷ রাজস্ব আদায়ে পুর নিগমের এই অব্যবস্থার জন্য পূর্বতন সরকারকে দায়ী করেছেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷
আইনমন্ত্রী আরও জানিয়েছেন, আগরতলা পুর নিগমের চারটি জোনে ১.৩২ লক্ষ পরিবারের বসবাস৷ এর মধ্যে মাত্র ৫০ হাজার ৩১৯টি পরিবার নিয়মিত কর প্রদান করছে৷ বাকি ৮২ হাজার পরিবার কোন ধরনের কর প্রদান করছে না৷ যদিও পুর নিগম এলাকায় প্রতি বছর ৩৪.৯২ কোটি টাকা ব্যয় করা হচ্ছে৷ এর মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ১০.৯২ কোটি টাকা, পানীয় জলের জন্য ২০ কোটি টাকা এবং স্ট্রীট লাইটের জন্য ৪ কোটি টাকা প্রতি বছর ব্যয় হচ্ছে৷
মন্ত্রী রতন লাল নাথ আরও বলেন, আগরতলা পুর নিগম ২০১৮-১০৯ অর্থবছরে মাত্র ৬ কোটি ৫৫ লক্ষ টাকা রাজস্ব আদয় করতে পেরেছে কর বাবদ৷ তিনি জানান, আইন অনুযায়ী আগরতলা পুর নিগম ০৩ থেকে ২৩ শতাংশ কর বাড়াতে পারে৷ কিন্তু গত কয়েক বছর যাবৎ ৫ শতাংশ কর বৃদ্ধি করেছে মাত্র৷
উল্লেখ করা যায়, আগরতলা শহরে তিনটি প্ল্যান্ট থেকে পরিশ্রুত ১০০০ লিটার জলের ব্যবস্থা করা হচ্ছে৷ তার জন্য পুরাতন রাজভবন এলাকায় ব্যয় করা হয়েছে ৭.৬০ কোটি টাকা৷ তাছাড়া বড়দোয়ালীতে ব্যয় করা হচ্ছে ৬.৯০ কোটি টাকা এবং কলেজটিলা প্ল্যান্টে ব্যয় করা হচ্ছে ৬.৪০ কোটি টাকা৷ তাছাড়া আগরতলা পুর নিগম এলাকায় ২৭০০ হাইড্রেন্ট রয়েছে৷
আগরতলা পুর নিগম ২০১৬-১৭ এবং ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব সংগ্রহের কথা উল্লেখ করে আইন মন্ত্রী রতন লাল নাথ জানান, ২৮ কোটি ২৪ লক্ষ ৬১ হাজার টাকা বাম জমানাতে আদায় করতে পেরেছে পুর নিগম৷ অন্যদিকে, নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আদায় করা হয়েছে ২২ কোটি ৩১ লক্ষ টাকা৷