গৃহবধূকে পুড়িয়ে হত্যা শাশুড়িকে যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজধানীর ধলেশ্বর এলাকায় ২০১৪ সালের ৪ মার্চ গৃহবধূ পুজয়িতা পালকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে মৃতার শাশুড়ি কল্যাণী দেবকে দোষী সাব্যস্ত করে পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শুনালো৷


ঘটনার বিবরণে জানা যায় ২০১৩ সালের ৩ আগস্ট ধলেশ্বর এলাকার বাসিন্দা সুখেন্দু দেবের ছোট ছেলে অভিজিৎ ভালোবেসে বিয়ে করে পুজয়িতা পালকে৷ অভিযোগ ২০১৪ সালের ৩ আগস্ট শ্বশুর বাড়িতে পুজয়িতা পালের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ তখন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসে স্বামী অভিজিৎ৷ এতে গুরুতর ভাবে দম্পতি আহত হয়৷ তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার দিন রাতেই জিবি হাসপাতালে মৃত্যু হয় পুজয়িতা পালের৷ ঠিক তার দুইদিন পর মৃত্যু হয় অভিজিৎ দেবের৷ ঘটনার পর মৃত পুজয়িতা পালের বাবা চন্দন পাল পশ্চিম আগরতলা মহিলা থানায় পুজয়িতা পালের শ্বশুর-শাশুড়ি যথাক্রমে সুখেন্দু দেব, কল্যাণী দেব ও ভাসুর সত্যজিৎ দেবের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷


মামলার তদন্তকারি অফিসার ঘটনার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা করেন৷ তারপর পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু হয় এই ঘটনার বিচার প্রক্রিয়া৷ সরকার পক্ষের ১৪ জন ও অভিযুক্তদের পক্ষের ৪ জন স্বাক্ষির সাক্ষ্য বাক্য আদালত শুনার পর এইদিন এই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি৷ সরকার পক্ষের আইনজীবী অরবিন্দ দেব জানান আদালত এইদিন মৃতার শ্বশুর সুখেন্দু দেব ও ভাসুর সত্যজিৎ দেবকে প্রমানের অভাবে এই মামলা থেকে অব্যাহতি দেন৷ এবং শাশুড়ি কল্যাণী দেবকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শোনান৷ আদালতের এই রায়ে খুশি মৃতার বাপের বাড়ির লোকজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *