জম্মু, ১৯ আগস্ট (হি. স.) : অতিবৃষ্টিতে জম্মু ও কাশ্মীরের জম্মুতে তাওয়ি নদীতে আচমকাই বেড়ে যায় জলস্রোত। ওই নদীর উপর একটি নির্মীয়মাণ ব্রিজের কাছে থাকা বেশ কয়েকজন ব্যক্তি সোমবার দুপুরে হঠাৎই নদীতে জলের স্রোত বেড়ে যাওয়ায় সেখানে আটকে পড়েন। তাঁদের দেখতে পেয়ে উদ্ধার করতে এগিয়ে আসে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2014/04/jk.jpg)
হেলিকপ্টার থেকে এক জওয়ান নেমে আসেন আটক ব্যক্তিদের কাছে। তার পর তাঁদের শরীরে দড়ি বেঁধে তোলা হয় হেলিকপ্টারে। উদ্ধারকার্য শেষে ভারতীয় বায়ুসেনার জম্মুর চিফ অপারেশন অফিসার সন্দীপ শর্মা বলেছেন, ”দুপুর ১২টা নাগাদ আমরা কিছু লোকের আটকে পড়ার খবর পাই। সাড়ে ১২টার মধ্যে এখানে পৌঁছে যায় হেলিকপ্টার। অল্প সময়ের মধ্যে গড়ুর কমান্ডোরা নিচে নেমে উদ্ধার করে চারজনকে।” উদ্ধারকার্য সফল হয়েছে বলেও জানিয়েছেন ওই অফিসার।