BRAKING NEWS

কাবুলের বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬৩, জখম শতাধিক

কাবুল, ১৮ আগস্ট (হি.স.) : ফের বিস্ফোরণ আফগানিস্তানে৷ রাজধানী কাবুলে  আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি বিয়েবাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে। শনিবার রাতে চলছিল হইচই, খাওয়া-দাওয়া। কিন্তু কিছু সময়ের মধ্যে সব শেষ৷ পশ্চিম কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। সূত্রের খবর, শনিবার রাতের কাবুলের ওই বিয়েবাড়িতে অন্তত হাজার জন আমন্ত্রিত ছিলেন৷ আচমকাই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে৷ বেশিরভাগ আমন্ত্রিতই মাটিতে লুটিয়ে পড়েন৷ আতঙ্কে দৌড়াদৌড়িও শুরু করেন অনেকেই৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে৷ আহতও হয়েছেন অন্তত শতাধিক৷ তাঁদের প্রত্যেকের অবস্থা অত্যন্ত সংকটজনক৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ বিয়েবাড়ির ভিতর ভিতর কীভাবে এমন বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ধন্দে নেমেছে পুলিশ।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নুসরত রহিমি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে, তালিবান ও ইসলামিক স্টেটকে সন্দেহের ঊর্ধ্বে রাখা হচ্ছে না। সরকারি মুখপাত্রের ধারণা, কাবুলে সক্রিয় এই দুই জঙ্গি সংগঠনের লোকজন বিস্ফোরণের ঘটনায় জড়িয়ে থাকতে পারে। জানা গিয়েছে, শনিবারের এই বিয়েবাড়িতে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের লোকজনই জড়ো হয়েছিলেন। এভাবেই বারবার বিস্ফোরণে বিধ্বস্ত, আতঙ্কিত কাবুলবাসী৷ শনিবারের এই বিস্ফোরণের পিছনের উদ্দেশ্য কী তা এখনও স্পষ্ট নয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *