![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/fire2.jpg)
নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): ভোররাতে আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে। সোমবার ভোররাতে দক্ষিণ-পূর্ব দিল্লির জাকির নগর এলাকায় অবস্থিত একটি চার-তলা আবাসিক বহুতলে ভয়াবহ আগুন লাগে। ঠিক যে সময়ে আগুন লাগে সেই সময়ে ওই বিল্ডিংয়ের প্রতিটি পরিবারের সদস্যরাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আগুনের লেলিহান শিখায় দ্বগ্ধ হয়ে অথবা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু-সহ ৬ জনের। এছাড়াও ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আহত ১০ জনের মধ্যে ৬ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত কেজরিওয়াল জানিয়েছেন, ‘জাকির নগর অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখিত। অগ্নিকাণ্ডের তদন্ত হবে।’ পাশাপাশি অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার ভোররাত ২.২১ মিনিট নাগাদ দিল্লির জাকির নগর এলাকায় অবস্থিত একটি আবাসিক বহুতলে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট আটটি ইঞ্জিন। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। তাছাড়া ঘিঞ্জি এলাকা হওয়ায় আরও সমস্যা হয় দমকল কর্মীদের। দমকল কর্মীদের দীর্ঘক্ষনের প্রচেষ্টায় সকাল ৫.২৫ মিনিট নাগাদ আগুন আয়ত্তে এলেও তিনটি শিশু-সহ ৬ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ সূত্রের খবর, জাকির নগর এলাকায় অবস্থিত বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে সামান্য আহত হয়েছেন চারজন দমকল কর্মী। হোলি ফ্যামিলি হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ড. মালা জানিয়েছেন, আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন রোগী। একজন পেডিয়াট্রিক আইসিইউ-তে চিকিৎসাধীন এবং আরও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে ওয়ার্ডে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, ইলেকট্রিক বক্স থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে সাতটি গাড়ি এবং ১৯টি মোটরবাইকও পুড়ে গিয়েছে। দিল্লি পুলিশ সূত্রের খবর, অগ্নিকাণ্ডে মৃত ছ’জনের মধ্যে পাঁচজনের নাম হল-জোহা (৩৪), নাগমী (৩০), আরবাজ (৬), আমনা (৮) এবং জাকিরা (৮)। আহতদের নাম হল-আতহার, ফৈয়জ, ফারুখ, অবিবা, সায়েমা, সাবা, রেহান, শাবানা এবং উমর। পুলিশ সূত্রের খবর, আগুন নেভাতে গিয়ে ও উদ্ধারকাজ চালানোর সময় আহত হয়েছেন চারজন দমকল কর্মী। তাঁদের নাম হল-স্টেশন অফিসার তারাচাঁদ এবং দমকল কর্মী মোহন লাল, দিলবাগ ও রাম নিবাস।