নয়াদিল্লি ও কলকাতা, ৫ আগস্ট (হি.স.): ফের স্বস্তি পেল মধ্যবিত্ত। আবারও কমল পেট্রোলের দাম, ডিজেলের দর অপরিবর্তিতই। জ্বালানি তেলের দর আবারও কমায় হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে সোমবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-এর দর। কলকাতায় সোমবার এক ধাক্কায় ০.১৫ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৫.০৬ টাকা। কলকাতা-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে ডিজেলের দাম এদিন অপরিবর্তিতই। অপরিবর্তিত থাকার পর কলকাতায় ডিজেলের দাম এখন লিটারে ৬৮.১৭ টাকা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, সোমবার পেট্রোল-এর দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ০.১৫ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭২.৩৭ টাকা প্রতি লিটার। অপরিবর্তিত থাকার পর ডিজেলের দাম এখন ৬৫.৯৪ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ০.১৫ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং অপরিবর্তিত ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-এর নতুন দাম ৭৮.০২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৬৯.১১ প্রতি লিটার। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে একটু একটু করে কমছে পেট্রোলের দাম, তবে ডিজেলের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।