নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ ছয় বছর পর বিচার পেলেন নির্যাতিতা গৃহবধূ৷ শ্বশুরবাড়িতে গৃহবধূকে নগ্ণ করে মারধরের ঘটনায় আজ ১৩ জনকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাবাসের সাজা দিয়েছে আদালত৷
২০১২ সালের ১৬ ডিসেম্বর বিশালগড় মহকুমার লালসিংমুড়ায় কালাপানিয়ায় দীপা নাথ কর শ্বশুরবাড়িতে মারাত্মক নির্যাতনের শিকার হন৷ তাঁকে প্রচণ্ড মারধরের পর নগ্ণ করে গাছে ঝুলিয়ে রেখেছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা৷ ওই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা৷ আজ বিশালগড়ের অতিরিক্ত সেশন জজ আদালতের বিচারক অংশুমান দেববর্মা ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছেন৷
ওই ঘটনায় মূল অভিযুক্ত নির্যাতিতার স্বামী সমীর কর, শাশুড়ি মায়া রানি কর, ননদ রিঙ্কু কর, দেবর কাজল কর-সহ স্থানীয় ১০ জনকে আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে৷
সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, নির্যাতিতা গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যদের ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৪৯৮(এ) ধারার তিন বছরে কারাবাসের সাজা হয়েছে৷ এছাড়া স্থানীয় ফিরোজ মিয়াঁ, মনোয়ারা বেগম, সুমন মিয়াঁ, কিরণ মিয়াঁ, সীমা বেগম, রাবিয়া বেগম, স্বপ্ণা কাবির, সামায়ণ কাবির, স্বপ্ণা বিবি এবং আরতি দেবনাথকে ভারতীয় ফৌজদারি দণ্ডিবিধির ৩৪২, ৩৫২, ৩২৩, ৩৫৪ এবং ৩৫৪বি ধারায় তিন বছরের কারাবাসের সাজা হয়েছে৷ এই রায়ে নির্যাতিতার পরিবার এবং স্থানীয় জনগণ অত্যন্ত খুশি৷