আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন সহ আটজন সিপিএম ছেড়ে বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দল সি পি আই এম বড় ধাক্কা৷ শুক্রবার বিকেলে ৪ টায় আমবাসা টাউন হলে বিজেপির অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়৷ এই সভার আগে একটি মিছিল আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে আমবাসা টাউন হল শুরু হয় অভিনন্দন সভা৷

সভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক ও রেবতী ত্রিপুরা৷ ৪৭ আমবাসা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা, মন্ডল সভাপতি গোপাল সুত্রধর সহ অন্যান্যরা৷ এই অভিনন্দন সভায় বিরোধী দল সিপিএম বড় ধাক্কা খেল৷ আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান তথা সিপিএমের বরিষ্ট নেতা চন্দন ভৌমিক সহ ৮ জন কাউন্সিলর সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন৷ এর ফলে সিপিএমের যে ব্যাপক ক্ষতি হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে৷