নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): সাময়িকের জন্য হলেও, খানিকটা স্বস্তি পেলেন অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত রবার্ট বঢরা| চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা| সোমবার রবার্ট বঢরাকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছেন দিল্লির একটি বিশেষ আদালত| বিশেষ আদালত-এর পক্ষ জানানো হয়েছে, চিকিত্সা সংক্রান্ত কারণে ছ’সপ্তাহের জন্য বিদেশে যেতে পারবেন রবার্ট বঢরা| চিকিত্সার জন্য রবার্ট যেতে পারবেন আমেরিকা এবং নেদারল্যান্ডে, তবে লন্ডনে তিনি যেতে পারবেন না| আদালতের এই নির্দেশের পরই লন্ডনে যাওয়ার অনুরোধ প্রত্যাখান করেছেন রবার্ট বঢরা|
শারীরিক চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে, তাই বিদেশে যাওয়ার আবেদন জানিয়ে বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রবার্ট বঢরা| সোমবার রবার্টকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছে বিশেষ আদালত, তাও মাত্র ছ’সপ্তাহের জন্য| বিশেষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার জানিয়েছেন, এই ছ’সপ্তাহের মধ্যে শুধুমাত্র আমেরিকা এবং নেদারল্যান্ড যেতে পারবেন রবার্ট, তবে লন্ডনে তিনি যেতে পারবেন না| বিশেষ আদালত এটাও জানিয়ে দিয়েছে যে, যদি কোনও লুকআউট নোটিস জারি করা হয়, তা এই সময়ে স্থগিত থাকবে| যুক্তি-তর্কের সময় বঢরার কাউন্সেল কে টি এস তুলসী জানিয়েছেন, তাঁর মক্কেল রবার্ট বঢরা লন্ডনে যাবেন না| ইডির হয়ে এদিন আদালতে সওয়াল করেন সলিসিটির জেনারেল তুষার মেহতা এবং আইনজীবী নীতেশ রানা| তাঁরা বঢরার এই আর্জির বিরোধিতা করেন, যদিও ছ’সপ্তাহের জন্য রবার্ট বঢরাকে আমেরিকা ও নেদারল্যান্ড যাওয়ার অনুমতি প্রদান করেছে বিশেষ আদালত|
এদিকে, রবার্ট বঢরাকে মঙ্গলবার ফের ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| মঙ্গলবার ইডি-র দিল্লি অফিসে সকাল সাড়ে দশটার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে রবার্টকে| রবার্টের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির তদন্ত করছে ইডি| এই নিয়ে বেশ কয়েকবার রবার্টকে ডেকে পাঠিয়েছে ইডি|