নাবালিকা ছাত্রীকে দফায় দফয়া শ্লীলতাহানি গৃহশিক্ষককে গণধোলাইয়ের পর দেয়া হল পুলিশে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জুন৷৷ গৃহ শিক্ষকের হাতে শ্লীলতাহানির শিকার নাবালিকা ছাত্রী৷ ঘটনা বিশালগড়ের অফিসটিলাস্থিত নতুন পল্লী এলাকায়৷ অভিযুক্ত গৃহ শিক্ষক অসিম ভৌমিককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল নাবালিকার পরিবারের লোকজন৷পেশায় গৃহ শিক্ষক অসিম ভৌমিক৷ বাড়ি বিশালগড়ের অফিসটিলাস্থিত নতুন পল্লী এলাকায়৷ অসিম ভৌমিকের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ার জন্য যেত শীতলটিলা এলাকার এক নাবালিকা৷ অভিযোগ প্রায় এক মাস যাবত অভিযুক্ত শিক্ষক এই নাবালিকাকে শ্লীলতাহানি করে যাচ্ছিলো৷ ২৪ মে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে যখন নাবালিকা প্রাইভেট পড়তে যায়, তখন অভিযুক্তর বাড়িতে কেউই ছিল না৷

এই সুযোগে অভিযুক্ত নাবালিকার ফের শ্লীলতাহানি করে৷ তারপর থেকে নাবালিকা প্রাইভেট পড়তে যেতে অস্বীকার করে৷ এবং নাবালিকা তার মাকে ঘটনার কথা জানায়৷ তার পর থেকে নাবালিকার পরিবারের লোকজন অপেক্ষা করছিল অভিযুক্ত শিক্ষক নাবালিকার বাড়িতে আসলে তাকে আটক করা হবে৷ এরই মধ্যে নাবালিকা কেন প্রাইভেট পড়তে যাচ্ছে না তা জানার জন্য অভিযুক্ত শিক্ষক অসিম ভৌমিক নাবালিকার বাড়িতে যায়৷ আর তখনই নাবালিকার বাড়ির লোকজন অভিযুক্তকে আটক করে উত্তম- মধ্যম দেয়৷

পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত নিজের দোষ সকলের সন্মুখে স্বীকার করে নেয়৷ এবং ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামা চাপা দিয়ে দেওয়ার প্রস্তাব দেয় নাবালিকার পরিবারকে৷ এমনটা জানান নাবালিকার মা৷ তিনি আরও জানান এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হবে৷অভিযুক্ত শিক্ষককে আটক করে উত্তম-মধ্যম দেওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়৷ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষককে নিজেদের হেপাজতে নিয়ে নেয়৷ রাতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷গৃহ শিক্ষক কর্তৃক নাবালিকা ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় ছি ছি রব পড়েছে বিশালগড় মহকুমা জুড়ে৷ দাবি উঠেছে অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি প্রদানের৷