
কলকাতা, ২৯ মে (হি.স.): মত বদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৩০ মে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার দুপুর ২.১৮ মিনিটে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন এ কথা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় ‘খুন হওয়া’ ৫৪ জন বিজেপি কর্মীর পরিবারকে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির করানোর যে পরিকল্পনা বিজেপি করেছে, তার জেরেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত মমতা বাতিল করলেন।
টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গে কোনও রাজনৈতিক খুন হয়নি৷ বিজেপি দাবি করছে, তাদের ৫৪ জন কর্মী খুন হয়েছেন এ রাজ্যে৷ সম্পূর্ণ মিথ্যে কথা৷ শপথগ্রহণ অনুষ্ঠান একটি অরাজনৈতিক অনুষ্ঠান, তাতে রাজনীতির রং লাগানো হচ্ছে৷ তাই ওই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন না তিনি৷