BRAKING NEWS

মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিতে ব্যর্থ হয়েছিল কংগ্রেস, দাবি যোগীর

কুশিনগর, ১৪ মে (হি.স.) : জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করতে ব্যর্থ হয়েছিল কংগ্রেস। মঙ্গলবার উত্তরপ্রদেশের কুশিনগরের নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন যোগী আদিত্যনাথ বলেন, মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করতে ব্যর্থ হয়েছিল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ। বিশ্বজুড়ে মাসুদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কুকুরের মতো ওসামা বিন লাদেনকে যে ভাবে নিকেশ করা হয়েছে, ঠিক সেই ভাবে মারা হবে মাসুদ আজাহারকে। সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী অবদানকে কুর্নিশ জানিয়ে যোগী আদিত্যনাথ বলেন, প্রতিটা সন্ত্রাসবাদীই জানে, যে তারা যদি ভারতের সুরক্ষা বিঘ্নিত করতে চায়, তবে নরেন্দ্র মোদী তাঁকে পাতালে গিয়ে বের করে আনবে।

এমন কি পাকিস্তানে লুকিয়ে থাকলেও পাকিস্তানে ঢুকে মারবে ওই জঙ্গিদের। সন্ত্রাস দমনে সপা, বসপা এবং কংগ্রেসকে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস, বিএসপি, সপার রাজত্বকালে অযোধ্যা, কাশী, লখনউতে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল। গোরক্ষপুরেও বিস্ফোরণ হয়েছিল। কিন্তু কংগ্রেস নীরব ছিল। দেশের প্রতি তাদের প্রকৃত মানসিকতা কি তা এর থেকেই বোঝা যায়। নির্বাচন সামনে এলেই জাতপাত নিয়ে রাজনীতি করে চলে সপা-বসপা, কংগ্রেস। ১৯ মে-র শেষ দফায় ১৩টি আসনে ভোটগ্রহণ হবে উত্তরপ্রদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *