নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ দামছড়া প্রাথমিক হাসপাতালের এক চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ এ ঘটনায় এলাকা এবং সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনা বিবরণে জানা গেছে, রবিবার সকালে নিজের ঘরে ডা. সন্দীপন রায় নামের ওই চিকিৎসকের গলায় ফাঁস জড়িয়ে ঝুলন্ত মৃতদেহ দেখেন হাসপাতালের কর্মাচারীরা৷ তাঁর খবর দেন পুলিশে৷ পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে ডা. সন্দীপন রায়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়৷ তাই এ ব্যাপারে কোনও তথ্য দিতে পরেননি তদন্তকারী অফিসার৷ ঘটনাটি খুন না আত্মহত্যা, তা ময়না তদন্তের রিপোর্ট পেলে পরিষ্কার হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ ডা. এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

এদিকে, উত্তর কচুছড়ার একটি রাবার বাগানে দেবব্রত বিশ্বাস নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ জানা যায় কচুর ছড়া বাসিন্দা দেবব্রত বিশ্বাস গত ৬ দিন ধরে নিখোঁজ ছিল৷ এ নিয়ে কচুছড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়৷ রবিবার দুপুরে কয়েকজন লোক রাবার বাগানে লাকড়ি সংগ্রহ করতে গেলে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ খবর পেয়ে ছুটে আসে দেবব্রত বিশ্বাসের পরিবারের লোকজন৷ তারা এসে চিহ্ণিত করে নিখোঁজ দেবব্রত বিশ্বাস ঝুলন্ত অবস্থায়৷ তখন ঐ কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবারের লোকজন৷ কিন্তু কী কারণে আত্মহত্যা তা এখনো জানা যায়নি৷ পুলিশ এসে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কুলাই জেলা হাসপাতাল হাসপাতালে পাঠায়৷ পুলিশ একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি কি নিছক একটি আত্মহত্যা নাকি খুনের ঘটনা এনিয়ে জোর আলোচনা চলছে৷ তবে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে৷ তবে পরিবারের লোকজন আত্মহত্যার ঘটনা বলে মানতে নারাজ৷

