কৈলাসহরে চার বাংলাদেশি মহিলা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ কৈলাসহরে চার বাংলাদেশি মহিলাকে আটক করেছে পুলিশ ৷ সোমবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কৈলাসহর মহকুমার ইরানি থানার পুলিশ তাদের আটক করেছে৷থানার ওসি জানিয়েছেন, প্রথমে খবর পাওয়া গিয়েছিল চারজন রোহিঙ্গা কৈলাসহরে রয়েছেন৷ ওই খবরের ভিত্তিতে অভিযানে নেমে আজ দুপুরে ইয়াদেওয়াড়া গ্রাম থেকে চার মহিলাকে আটক করেছে পুলিশ৷ তিনি জানান, প্রথমে ওই চার মহিলা নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করছিলেন৷ কিন্তু পুলিশি জেরায় তারা পরিচয় জানাতে বাধ্য হন৷ ওসি বলেন, তাঁদের কাছ থেকে বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি৷ তবে তারা বাংলাদেশি বলে স্বীকার করেছেন৷ ভারতের ত্রিপুরা ভূখণ্ডে কীভাবে তারা এসেছেন এবং কী উদ্দেশ্যে এখানে অবস্থান করছে, সমস্ত কিছুর খোঁজ নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ইরানি থানার ওসি৷


এদিকে, অন্য একটি সূত্রে জানা গিয়েছে ওই চার মহিলা রোহিঙ্গা৷ তাদেরকে বহিঃরাজ্যে পাচার করার চেষ্টা হয়েছিল৷ বহিঃরাজ্যের নিষিদ্ধ পল্লিতে দেহব্যবসার চক্রের কাছে তাদের পাচার করার পরিকল্পনা ছিল৷ কিছুদিন আগেও উত্তর জেলায় আরও কয়েকজন মহিলাকে আটক করা হয়েছিল৷ তখনও তাদের সাথে এক পাচারকারীকে সনাক্ত করা হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *