আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত সন্দেহে দু’টি কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

কলম্বো, ২৮ এপ্রিল (হি.স.) : চার্চ এবং হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত সন্দেহে দু’টি কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা। এক্ষেত্রে তাঁর বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। শনিবার রাষ্ট্রপতির দফতর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ইস্টার সানডেটে কলম্বো ও তার পার্শবর্তী এলাকায় ভয়াবহ ধারাবাহিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। যদিও এই হামলার ঘটনায় ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) এবং জামাথেই মিল্লাথু ইব্রাহিম-এর নামও সামনে এসেছে। কিন্তু স্বল্প পরিচিত এই দু’টি সংগঠনের বিরুদ্ধে এখনও তেমন কোনও প্রমাণ নেই পুলিশ প্রশাসনের হাতে। যার জেরে বর্তমান আইন অনুসারে তাদের নিষিদ্ধ করতে পারছিল না প্রশাসন।
এই পরিস্থিতিতে নিজের হাতে থাকা জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এনটিজে এবং জামাথেই মিল্লাথু ইব্রাহিম-কে নিষিদ্ধ করা হয়েছে বলে শনিবার প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার হোটেল-গির্জায় ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ২৫০ প্রাণ হয়েছেন। আহত পাঁচ শতাধিকেরও বেশি। জঙ্গি সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *