লোকসভা নির্বাচন ২০১৯ : পাটনা সাহিব আসনে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদ

পটনা, ২৬ এপ্রিল (হি.স.) : ইতিমধ্যেই হয়ে গিয়েছে সপ্তদশ সাধারণ নির্বাচনের প্রথম তিন দফার ভোট। বাকি আরও চার দফার নির্বাচন। গোটা দেশ জুড়ে ভোটপ্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এরই মধ্যে শুক্রবার নিজের প্রার্থীপদের মনোনয়ন দাখিল করলেন বিহারের পটনা সাহিব কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাকে। এই আসনেই তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

গত ২৩ মার্চ পটনা সাহিব কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নাম ঘোষণা করা হয়েছিল।প্রসঙ্গত, এই কেন্দ্র থেকেই পরপর দু-বার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৎকালীন বিজেপি নেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা। এবারে দলবদল করে কংগ্রেসের টিকিটে লড়বেন তিনি। আগামী চার দফাতেই ভোট হতে চলেছে বিহারে। নির্বাচনের ফলাফল ঘোষণা আগামী ২৩ মে।