তৈদুতে বিজেপি বিধায়কের তিনটি গাড়ি ভাঙচুর করল জোট শরিক আইপিএফটির কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ নির্বাচনি প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া৷ শরিক দল আইপিএফটি-র সমর্থকরাই আজ তাঁর ওপর আক্রমণ করেছে বলে তিনি অভিযোগ করেছেন৷ মোহনপুর মহকুমার তৈদু থানার অধীন সিলীয়ানায় নির্বাচনি প্রচার করার সময় তাঁর ওপর হামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ তিনি আরও জানান, আইপিএফটি সমর্থকরা তিনটি গাড়িও ভাঙচুর করেছে৷


শুক্রবার ত্রিপুরা পূর্ব আসনে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী রেবতিকুমার ত্রিপুরার সমর্থনে অমরপুর মহকুমায় তৈদু থানাধীন সিংলংবাড়ি এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া৷ তিনি জানান, প্রচার চলাকালীন হঠাৎ আইপিএফটি-র সমর্থকরা হামলা চালায়৷ তাঁর প্রচারসভা থেকে ২০০ মিটার দূরে অবস্থানরত গাড়িতে ভাঙচুর শুরু করেন আইপিএফটি-র সমর্থকরা৷ এই ঘটনায় উপস্থিত জনগণের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷ রামপদ জমাতিয়া জানান, তিনটি গাড়িতে আইপিএফটি-র দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে৷
এদিকে, খবর পেয়ে গোমতি জেলা পুলিশ সুপার এবং এসডিপিও অমরপুরের ঘটনাস্থলে ছুটে যান৷ এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বিধায়ক জমাতিয়া জানিয়েছেন, ঘটনার বিবরণ দিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ পাশাপাশি, বিষয়টি দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকেও জানিয়েছেন৷
লোকসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে শাসক বিজেপি ক্রমাগত আক্রান্ত হচ্ছে৷ তার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য৷ শুক্রবার তৈদুতে বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়ার আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় নবেন্দুবাবু বলেন, লোকসভা নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে৷ বিরোধী রাজনৈতিক দলগুলির সম্মিলিত এই প্রচেষ্টা আরও একবার প্রকট হয়ে উঠেছে৷ বিষয়গুলি সম্পর্কে শুক্রবার নির্বাচন কমিশনকে বিস্তারিতভাবে অবগত করা হয়েছে৷
তিনি জানান, আজ দুপুরে তৈদু থানাধীন সিলীয়ানায় প্রদেশ বিজেপি সহসভাপতি তথা বিধায়ক রামপদ জমাতিয়ার উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে৷ নবেন্দুর কথায়, বিধায়ক শ্রীজমাতিয়া তখন নির্বাচনী প্রচারে বেড়িয়েছিলেন৷ আইপিএফটির কিছু সন্দেহভাজন উন্মত্ত যুবক আচমকা রামপদ জমাতিয়ার গাড়িতে হামলা চালায়৷ তার সঙ্গে থাকা কর্মীসমর্থক ও রক্ষীদের আরও দুটি গাড়িতেও হামলা চালানো হয়৷ ঘটনায় রামপদবাবু আহত হলেও রক্ষীদের তৎপরতায় তাকে হত্যার চেষ্টা বাঞ্চাল হয়ে গেছে৷ নবেন্দু জানিয়েছেন, বিধায়কের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে৷ তিনটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ বিজেপি প্রদেশ মুখপাত্র এদিন উষ্মা প্রকাশ করে বলেন, বিরোধীরা সম্মিলিতভাবে চক্রান্তের ফলে নির্বাচন ঘোষণার পর থেকে দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷ নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে এর প্রতিকার দাবী করা হয়েছে৷ পাশাপাশি কমিশন সংশ্লিষ্ট বিষয়গুলিতে যাতে দ্রুত পদক্ষেপ নেয় তার জন্যও আবেদন জানানো হয়েছে৷ কারণ, যেভাবে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চলছে তার দীর্ঘ মেয়াদী প্রভাব পরতে পারে রাজ্যের স্বাভাবিক জনজীবনের উপর৷
তিনি আরো জানান, আজ নির্বাচন কমিশনের কাছে সর্বমোট ১১টি অভিযোগ পাঠানো হয়েছে৷ অভিযোগের সাথে প্রয়োজনীয় তথ্য প্রমাণও দেওয়া হয়েছে৷ নবেন্দুর দাবি, নির্বাচন কমিশনকে আবারও স্মরণ করিয়ে দিয়েছি, বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের৷ এবিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতেও বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *