পশ্চিম আসনে ৮০০ বুথে ফের ভোটের দাবি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন, বক্সনগরে একটি বুথে পুনঃ ভোটের সুপারিশ করলেন রাজ্যের সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে বক্সনগরে রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বুথে পুনঃ ভোটের সুপারিশ করেছেন মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি৷ শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ওই বুথে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের ভিত্তিতেই নির্বাচন কমিশনে পুনঃ ভোটের সুপারিশ করা হয়েছে৷ তাঁর কথায়, ওই বুথে ঘন্টাখানেক ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যহত হয়েছে৷ তাই কমিশনের কাছে পুনঃ ভোটের সুপারিশ পাঠানো হয়েছে৷

শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুনিকান্তি৷ ছবি- নিজস্ব৷

পশ্চিম আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ জানিয়েছিলেন, অনেক বুথে রিগিং হয়েছে৷ প্রাথমিক ভাবে তিনি ৪৬০ টি বুথে ব্যাপক রিগিংএর তালিকা দিয়েছিলেন৷ তিনি জানিয়েছিলেন, সিমনা, মোহনপুর, বামুটিয়া, বড়জলা, খয়েরপুর, আগরতলা, রামনগর, টাউন বড়দোয়ালি, মজলিশপুর, মান্দাই বাজার, প্রতাপগড়, বাধারঘাট, কমলাসাগর, বিশালগড়, গোলাঘাঁটি, সূর্যমণিনগর, চড়িলাম, বক্সনগর, নলছড়, সোনামুড়া, ধনপুর, বাগমা, রাধা কিশোরপুর, মাতাবাড়ি, রাজনগর, বিলোনীয়া এবং শান্তিরবাজারে মোট ৪৬০টি বুথে রিগিং হয়েছে৷ তিনি জানান, মজলিলশপুর, খয়েরপুর, রামনগর, রাজনগর এবং ধনপুরে সবচেয়ে বেশি রিগিং হয়েছে৷ তাই, ওই বুথ গুলিতে পুনঃ ভোটের দাবি জানানো হচ্ছে৷ পরবর্তী সময়ে এই সংখ্যা আরোও বেড়েছে বলে দাবি সিপিএম’র৷ এদিকে, কংগ্রেসও রিগিং এর অভিযোগ তুলেছিল৷ কংগ্রেস ১৫১ টি বুথে রিগিং হয়েছে বলে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে দাবি করেছিল৷ প্রদেশ কংগ্রেস মোহনপুর, বিশালগড়, ধনপুর, গোলাঘাটি, রামনগর, মান্দাই, বড়দোয়ালী, বড়জলা, বিলোনীয়া, সূর্যমণিনগর, বক্সনগর, নলছড় এবং সোনামুড়ায় বিভিন্ন বুথের নাম্বার উল্লেখ করে রিগিং হয়েছে বলে দাবি করেছে৷ প্রদেশ কংগ্রেসের দেওয়া তথ্যে বক্সনগরের ২০/১ বুথটি রয়েছে যেখানে রিগিং হয়েছে বলে তারা দাবি করেছিলো৷ আজ মুখ্য নির্বাচন আধিকারীকও ওই বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া সঠিক ভাবে হয়নি তাই পুনঃ ভোটের সুপারিশ করেছেন বলে জানিয়েছেন৷

এদিন তিনি জানান, ৮০০ বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া সঠিক ভাবে হয়নি বলে অভিযোগ জমা পড়েছে৷ সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে৷ তাঁর কথায়, ৯৮.৫ শতাংশ বুথে ওয়েবকাস্টিং কিংবা ভিডিও গ্রাফির ব্যবস্থা রয়েছে৷ ফলে, ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনও গন্ডগোল হয়েছে কিনা তা সহজেই চিহ্ণিত করা যাবে৷ তাঁর কথায়, কিছু অভিযোগ নির্দিষ্ট সময় উল্লেখ করে জানানো হয়েছে৷ সেক্ষেত্রে ওই অভিযোগ গুলি খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা সম্ভব হবে৷ তবে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে৷ কিন্তু, ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে অভিযোগের নিষ্পত্তি করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ তাঁর কথায়, অনেকেই ভোট গ্রহণ প্রক্রিয়ায় গন্ডগোলের অভিযোগ আনছেন৷ সেক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই৷

এদিকে, পূর্ব ত্রিপুরা (এস টি) সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে আজ পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে৷ এই সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ১,৯৪০ জন৷ রাজ্যের ৮টি জেলাতেই এই সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে৷ মুখ্য নির্বাচন আধিকারিক (সি ই ও) শ্রীরাম তরণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *