সাংসদ শংকর প্রসাদকে সম্পত্তির ইডি তদন্ত চাইল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ সাংসদ শংকর প্রসাদ দত্তের সম্পত্তির ইডি তদন্ত চাইল বিজেপি৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ২০১৪ লোকসভা নির্বাচনের সময় শংকর প্রসাদ দত্তের সম্পত্তি ছিল ৯ লক্ষ ৫৫ হাজার ৮০০ টাকা৷ কিন্তু, ২০১৪-১৮ পর্যন্ত তাঁর সম্পত্তির হিসাব সন্দেহের সৃষ্টি করেছে৷ নবেন্দুবাবু জানান, সাংসদ ভাতা এক টাকাও খরচ না করলে পাঁচ বছরে সাংসদ শংকর প্রসাদ দত্তের আয় হবে ২৩ লক্ষ ৫৪ হাজার ৫৮০ টাকা৷ কিন্তু, দেখা গিয়েছে, ২০১৭ সালের জুনে এসবিআইতে ২ দফায় আট লক্ষ টাকা জমা দিয়েছেন শংকরবাবু৷ তার পরের বছর ইউকো ব্যাঙ্কে ১২ লক্ষ টাকা জমা দিয়েছেন তিনি৷

নবেন্দুবাবু আরও জানান, ২০১৯ ফেব্রুয়ারী থেকে ক্রমাগত নিজের স্ত্রীর নামে ব্যাঙ্কে টাকা জমা দিয়েছেন শংকর প্রসাদ দত্ত৷ নির্বাচন কমিশনে সম্পত্তির হিসেব দিতে গিয়ে শংকরবাবুর দেওয়া তথ্যে জানা গিয়েছে, তাঁর স্ত্রীর নামে রয়েছে ৭১ লক্ষ ৩৮ হাজার টাকা এবং মেয়ের নামে রয়েছে ৯ লক্ষ ৫০ হাজার টাকা৷ সর্বমোট তাঁর নগদ সম্পত্তি ১ কোটি ১৯ লক্ষ ৭৬ হাজার টাকা৷ শুধু তাই নয়, কলকাতার নিউটাউনে ৩২২৯ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রয় করেছেন শংকর প্রসাদ দত্ত৷ যার মূল্য ১ কোটি ৩৩ লক্ষ টাকা৷ ৫ বছরে তাঁর এই সম্পত্তি বৃদ্ধি সন্দেহজনক দাবি করে নবেন্দু ভট্টাচার্য্য ইডি তদন্ত হোক চেয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *