দিব্যাঙ্গজন ভোটারদের জন্য নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ রাজ্যের দুটি লোকসভা আসনে দিব্যাঙ্গজন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে যাতে কোনও ধরনের সমস্যার মুখে পড়তে না হয় সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের সুুবিধার জন্য যে সমস্ত ব্যবস্থা থাকবে তার মধ্যেই ওয়েটিং শেড-এ বসার জন্য চেয়ার বা বে’ থাকবে যাতে বিশেষ করে দিব্যাঙ্গজন ভোটাররা বসবেন৷ যেখানে হুইল চেয়ার পাওয়া যাবে সেখানে বেশি সংখ্যক হুইল চেয়ার রাখার জন্যও জেলাশাসকদের বলা হয়েছে৷

আজ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (সি ই ও) অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, ভোটের প্রস্তুতি নিয়ে আজ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়েছে৷ এতে দিব্যাঙ্গজন ভোটারদের (পি ডব্লিউ ডি) ভোটাধিকার প্রয়োগ করতে যাতে কোনও ধরনের সমস্যার মুখে পড়তে না হয় তার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানান, বৈঠকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিবও উপস্থিত ছিলেন৷ তাকে এই নির্বাচনের একসেসিবিলিটি অবজারভার হিসেবে মনোনীত করা হয়েছে৷ তিনি সিপাহীজলা জেলার ৬০ শতাংশের মতো ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করে বিভিন্ন সুুযোগ সুুবিধা খতিয়ে দেখেছেন৷ সি ই ও জানান, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরকেও হুইল চেয়ারের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে৷ তিনি জানান, ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে র্যাম্প, পানীয় জল, ওয়েটিং শেড-এর মতো বিভিন্ন সুুবিধার ব্যবস্থা করা হচ্ছে৷ সাম্পতিক ঝড়ব’ষ্টিতে কোনও ভোটগ্রহণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে তা অবিলম্বে মেরামত করার জন্য জেলাশাসকদের বিশেষভাবে বলা হয়েছে৷


মুখ্য নির্বাচন আধিকারিক জানান, এবার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের তিন ধরনের লাইন থাকবে৷ পুরুষ, মহিলাদের পাশাপাশি দিব্যাঙ্গজন ও বয়স্কদের জন্য প’থক কিউ থাকবে৷ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে দিব্যাঙ্গজন এবং বয়স্ক ভোটাদের অগ্রাধিকার দেওয়া হবে৷ এছাড়া মহিলা ভোটারদের যাতে ভোটাধিকার প্রয়োগ করতে কোনও সমস্যার মুখে পড়তে না হয় সেজন্য ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে একজন পুরুষের পর একের পর এক দু’জন মহিলাকে ভোটকেন্দ্রে ঢোকার সুুযোগ করে দেওয়া হবে৷ সি ই ও জানান, দ’ষ্টিহীন ভোটারদের যাতে ভোটাধিকার প্রয়োগ করতে কোনও সমস্যার মুখে পড়তে না হয় সেজন্য ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বেইল পদ্ধতির ব্যালট থাকবে৷ তিনি জানান, পাঁচটি এমন বিশেষ সুকল আছে যেখানে দিব্যাঙ্গজন ভোটারের সংখ্যা বেশি৷ এই জায়গাগুলিতে ভোটারদের সুুবিধার জন্য আগামী দুই-তিনদিনের মধ্যেই ই ভি এম-এর প্রদর্শন করা হবে৷
মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান, রাজ্যে অবস্থানরত স্পেশাল পুলিশ অবজারভার আজ অবজারভারদের সঙ্গে রিভিউ মিটিং করেছেন৷ এরপর তিনি বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুুপার এবং রাজ্য পুলিশের ডি জি-র সঙ্গেও বৈঠক করে সুুষ্ঠ ও অবাধ নির্বাচন যাতে সম্পন্ন হয় তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক প্রমথ র’ন ভ-াচার্য, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগও উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *