বিজেপি সভাপতির বক্তব্যের সমালোচনা করে কমিশনে অভিযোগ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীকের কাছে কংগ্রেসের তরফ থেকে শুক্রবার অভিযোগ করা হয়েছে যে, বিপ্লব কুমার দেব রাজ্যের বিভিন্ন স্থানে সভা সমাবেশে বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করছে৷ শ্রীদেবের বক্তব্যে রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে৷ তাই বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে কংগ্রেস৷


এদিন, কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পিযুষ বিশ্বাস বলেন, বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলছেন নরেন্দ্র মোদি যদি পুনরায় প্রধানমন্ত্রী না হন তাহলে নাকি বর্তমানে যেসব প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন তা বন্ধ হয়ে যাবে৷ তাছাড়া শ্রীদেব প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কেও নানা মন্তব্য করছেন যা রাজ্যের শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বকে বিনষ্ট করতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *