চাপের রাজনীতির কৌশল নিচ্ছে আইপিএফটি, দুটিআসনেই প্রার্থী দেওয়ার পথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷  চাপের রাজনীতির কৌশল নিচ্ছে আইপিএফটি৷ ফলে, সপ্তদশ লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী অদ্ভুত এক রাজনৈতিক পরিস্থিতির সাক্ষী হতে চলছে বলে আপাতত ধারণা করা হচ্ছে৷ দলীয় সূত্রে প্রকাশ, দুই আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করতে সোমবার রাতে কোর কমিটি দলের সভাপতি এনসি দেববর্মার বাড়িতে বৈঠক করেছে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷

বিজেপি এবং আইপিএফটি জোট ব্যাপক সংখ্যক আসন নিয়ে ত্রিপুরা রাজ্যের টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেছে৷ এখনও এই জোট সরকার ক্ষমতায় আছে৷ তবে লোকসভা নির্বাচনে দু-দলই আলাদা আলাদাভাবে প্রার্থী দিচ্ছে৷

ইতিমধ্যে বিজেপি ঘোষণা করেছে, এবারের লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে প্রার্থী দেবে বিজেপি৷ তাদের সম্পূর্ণ সহযোগিতা করবে জোট শরিক আইপিএফটি৷ কিন্তু এখানেই আপত্তি তুলেছে আইপিএফটি৷

আইপিএফটি-র দাবি, রাজ্যের দুটি আসনের মধ্যে একটি, পূর্ব ত্রিপুরা আসনটি যেহেতু জনজাতি সংরক্ষিত তাই তা তাদের ছেড়ে দিক বিজেপি৷ এই দাবিতে আইপিএফটি-র নেতৃবর্গ এবং বিজেপি-র প্রদেশ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে৷ দলের সভাপতি এনসি দেববর্মা এবং সহ-সভাপতি দিল্লিতে গিয়ে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও দেখা করেছেন৷ তাছাড়া সম্প্রতি অমিত শাহ যখন আগরতলায় এসেছিলেন তখনও তাঁর সঙ্গে এই একই দাবি নিয়ে এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি নেতারা দেখা করেন৷

এত কিছুর পরও বিজেপি তাদের একটি আসন ছাড়েনি বলে অভিযোগ দলের সহ-সভাপতি অনন্ত দেববর্মার৷ তাই একপ্রকার ক্ষুব্ধ এবং বাধ্য হয়ে তাঁরা রাজ্যের দুটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এজন্য একটি নির্বাচনি কোর কমিটি গঠন করেছে আইপিএফটি৷ এই কমিটি রবিবার রাতে বৈঠক করে দুটি লোকসভা আসনের জন্য আরও দুটি কমিটি গঠন করেছে৷ এর শীর্ষে রয়েছেন সভাপতি তথা রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা নিজে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *