বনের আলু খেয়ে অসুস্থ চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ বনের অলু খেয়ে অসুস্থ হয়েছেন একই পরিবারের চারজন৷ জানা গেছে, সাব্রুম মনুঘাটের চ্যাটকিদার পাড়া এলাকার যতন লক্ষ্মী ত্রিপুরা বনের আলু রান্না করেছিলেন৷ ওই আলু খেয়েই বিপত্তি দেখা দেয়৷ ওই আলু খাওয়ার পর থেকে অসুস্থতা বোধ করতে থাকেন একই পরিবারের চারজন৷ পরিবারের বাকি সদস্যরা হলেন তমমিতা ত্রিপুরা, নমিতা ত্রিপুরা, ইনি ত্রিপুরা৷ অবস্থা বেগতিক দেখে তাদের সাব্রুম মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷

খাদ্যে বিষক্রিয়ার ফলেই একই পরিবারের চারজনের এই অবস্থা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷ তবে, প্রকৃত খোঁজে বের করার প্রক্রিয়া চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *