ওবায়দুল কাদেরকে দেখতে ঢাকায় বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী

ঢাকা, ৪ মার্চ (হি.স.) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে সোমবার ঢাকায় এসেছেন ভারতের বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠী। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্বদ্যিালয়ের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ এদিন দুপুরে শাহজালাল বিমানবন্দরে ডা: শেঠীকে স্বাগত জানান। তাঁকে সরাসরি বিমানবন্দর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে।

আওয়ামি লিগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ঞা জানিয়েছেন, \”আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেছেন, কাদেরের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তিনি সম্পূর্ণভাবে চেতনা ফিরে পেয়েছেন এবং চিকিৎসকদের প্রশ্নের জবাব দিতে পারছেন।\” চিকিৎসকেরা জানিয়েছেন, \”ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টের জন্য যেসব চিকিৎসা সরঞ্জামাদি যুক্ত করা হয়েছিল, তা খুলে ফেলা হবে। কাদেরের ব্লাড সার্কুলেশন, হার্টবিট এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। তিনি এখনও অবশ্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।\”


বিশেষজ্ঞ চিকিৎসকেরা অবশ্য বলেছেন, \”সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আনা এয়ার অ্যাম্বুলেন্সটি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যেকোনও সময় যাতে কাজে লাগানো যায়। তবে যেহেতু এখনও তিনি ক্রিটিক্যাল করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন, সে কারণে তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যায় না।\” চিকিৎসকরা আরও জানান, \”ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে, গতকাল জরুরি ভিত্তিতে একটি অপসারণ করা হয়েছে। এখন আরও দু’টি ব্লক রয়েছে, সেগুলোর চিকিৎসা চলতে থাকবে। ব্লকগুলো সম্পূর্ণ অপসারণের জন্য বড় অস্ত্রোপচারের দিকে যেতে হতে পারে। কাদেরের অবস্থা স্থিতিশীল হবার পরে, বাকি চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।\”উল্লেখ্য, রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন কাদের। এরপর সেখানে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। তারপর এনজিওগ্রাম করে দেখা যায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *