ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : চকবাজারের চুড়িহাট্টায় হাজী ওয়াহেদ ম্যানশন নামের যে ভবনটিতে আগুনের সূত্রপাত বলে দাবি করা হচ্ছে, শনিবার দুপুর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সেই ভবনটির বেসমেন্টে থাকা রাসায়নিক অপসারণের কাজ শুরু করেছে।
যখন রাসায়নিক সামগ্রী একটি পিকআপ ভ্যানে তুলে নেওয়া হচ্ছিল, তখন এলাকার অনেকেই বিক্ষোভ করেন। তারা দাবি করেন, আগুনের সূত্রপাত সিলিন্ডার বিস্ফোরণের কারণে হলেও বারবার রাসায়নিককে দায়ী করা হচ্ছে।

এর আগে সকালে বাংলাদেশ আওয়ামি লিগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, \”প্রথমে চকবাজার, এরপর পর্যায়ক্রমে পুরান ঢাকা থেকে সব রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়া হবে।\” শনিবার সকালে চকবাজারের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পুরোনো ঢাকায় মজুত সব রাসায়নিক পদার্থ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পুরোনো ঢাকা থেকে অবৈধ সব রাসায়নিক সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ইতোমধ্যে অবৈধ রাসায়নিক কারখানা সরিয়ে নিতে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।