জয়পুর, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিকানেরে জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় বুধবার জয়পুরে ইডির জোনাল অফিসে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেন রবার্ট বঢরা। এই নিয়ে পরপর দু-দিন ইডির দফতরে হাজিরা দিলেন রবার্ট বঢরা। মঙ্গলবারও মা মৌরিন বঢরার সঙ্গে ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন রবার্ট। তাঁদের এজেন্সির জোনাল অফিস পর্যন্ত পৌঁছে দিয়ে যান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এদিন সকাল ১০টা বেজে ২৬ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে নিজের গাড়িতে ইডি দফতরে পৌঁছান রবার্ট। মঙ্গলবার মৌরিন বঢরাকে জিজ্ঞাসাবাদ শুরুর কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হলেও প্রায় নয় ঘন্টা ধরে জেরা করা হয়েছে রবার্টকে।

বিকানেরে জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় তাঁদের বিরুদ্ধে এজেন্সি যাতে কোনওরকম জবরদস্তিমূলক পদক্ষেপ না নেয় তাঁর জন্য কোর্টে আবেদন জানিয়েছিলেন রবার্ট ও তাঁর মা মৌরিন বঢরা। এরপরই ওই দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রবার্ট ও তাঁর মা মৌরিন বঢরাকে ইডির সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেয় রাজস্থান হাই কোর্ট। সেই নির্দেশের ভিত্তিতে মঙ্গলবার জয়পুরে ইডির দফতরে হাজিরা দেন তাঁরা। উল্লেখ্য, এর আগে তিনবার এই মামলায় এজেন্সির তরফে রবার্টকে সমন পাঠানো হলেও একবারও তিনি হাজিরা না দেওয়ায় কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে রবার্ট লেখেন, \”৭৫ বছরের মাকে নিয়ে জয়পুরে ইডির দফতরে হাজিরা দিতে যাচ্ছি। গাড়ি দুর্ঘটনায় মেয়েকে হারিয়েছেন আমার মা। ডায়বেটিসের জেরে অকালে হারিয়েছেন স্বামী-পুত্রকেও। মানসিকভাবে ভেঙে পড়া এমন এক মহিলাকে পর্যন্ত নিষ্কৃতি দেওয়া হয়নি।
প্রতিহিংসা চরিতার্থ করতে এই সরকার এত নীচে কীভাবে নামতে পারে, তা এখনও বোধগম্য হচ্ছে না আমার।\” রাজস্থানের বিকানেরে জমি কেনাবেচা নিয়ে দুর্নীতি মামলায় এর আগে রাজস্থান পুলিশের কাছে এক তেহসিলদার অভিযোগ এনেছিলেন, পাকিস্তান সীমান্তের পাশে বিকানেরের ৩৪টি গ্রামের জমি সেনারই ব্যবহার করার কথা। কিন্তু সেখানেই ‘মিস স্কাই লাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড’ মানে এক সংস্থা জাল নথি দেখিয়ে কম দামে জমি কেনে বলে অভিযোগ, যে সংস্থার সহকারী ছিলেন রবার্ট। পরে তা বেশি দামে বিক্রিও করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে রাজস্থান পুলিশের এফআইআর এবং চার্জশিটের ভিত্তিতে গত ২০১৫ সালে রবার্টের বিরুদ্ধে অপরাধমূলক মামলা নেয় ইডি। বর্তমানে ওই জমি কেনা সংক্রান্ত দুর্নীতি নিয়ে ‘মিস স্কাই লাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্বন্ধেই রবার্ট বঢরাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।