নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিগত সাড়ে চার বছরে উরি বাদে কোনও বড় ধরণের জঙ্গি হামলা দেশে হয়নি। বুধবার দিল্লিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।এদিন কিরেন রিজিজু বলেন, দেশে সন্ত্রাসবাদী হামলার প্রচেষ্টা হয়েছিল। কিন্তু বিভিন্ন তদন্তকারী সংস্থা মধ্যে তথ্যের আদান প্রদান এবং সন্দেহভাজনদের গ্রেফতারের ফলে এই সকল হামলা রোধ করা গিয়েছে। নিরাপত্তা জনিত যে কোনও রকমের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তৈরি নিরাপত্তা বাহিনী।

প্রযুক্তির উন্নতির ফলে হামলার ধরণও অনেক পাল্টে গিয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এই সকল বিষয়ে অবগত নিরাপত্তা সংস্থাগুলি। আগের সরকারের সঙ্গে তুলনা টেনে কিরেন রিজিজু বলেন, আগে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে কোনও রকম বোঝাপড়া ছিল না। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। বিগত কয়েক বছরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের বহুদেশ সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করার জন্য জোট বেঁধেছে। এখন এই বিষয়ে বহু দেশ একত্রিত হয়ে কাজ করছে। বর্তমান সময়ে সন্ত্রাসবাদ কোনও একটি দেশের সমস্যা নয়। তা আজ গোটা বিশ্বের সমস্যা। যেসব দেশের সঙ্গে ভারতের কোনও সম্পর্ক ছিল না। এখন সেই সব দেশগুলোও সন্ত্রাস দমনে সহযোগিতা করেছে।