নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে বুধবার সংসদ চত্বরে গান্ধীর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে থাকে তেলেগু দেশম পার্টির (টিডিপি) সাংসদদেরা। গায়ে হলুদ উত্তরীয় জড়িয়ে এবং প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তারা। ‘সেভ ডেমোক্রেসি’ লেখা প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় টিডিপি।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে স্মারকলিপিও দেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই দাবি পূরণের দাবিতে গত ১১ জানুয়ারি রাজধানী দিল্লিতে ধরনাতেও বসেন চন্দ্রবাবু। ঠিক একই দাবিতে এনডিএ জোট ছেড়ে বেরিয়েও আসেন তিনি। চন্দ্রবাবুর ধরনায় উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা, লোকতান্ত্রিক জনতা দল শরদ যাদব।