১৬টি স্থানে ট্রাফিক সিগন্যাল বসবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ আগরতলা শহরের আরো ১৬টি স্থানে ট্রাফিক সিগন্যাল বসানো হবে৷ বুধবার থেকে ওই ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ শুরু হবে৷ ইতিমধ্যেই আগরতলায় কয়েকটি স্থানে ডিজিট্যাল ট্রাফিক সিস্টেমের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে৷ ফলে, রাজধানী আগরতলায় ব্যস্ততম সড়ক গুলিতে ওই ট্রাফিস নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করতে চাইছে দপ্তর৷

দপ্তরের তরফে স্থান চিহ্ণিত হয়েছে৷ ট্রাফিক পুলিশ সুপার পিনাকি সামন্ত জানিয়েছে, দূর্গা চৌমুহনী, শংকর চৌমুহনী, কের চৌমুহনী, ফায়ার সার্ভিস চৌমুহনী, নাগেরজলা, ড্রপগেইট, বাধারঘাট, সিদ্ধি আশ্রম জংশন, আমতলি বাজার, আশ্রম চৌমুহনী, জেকশন গেইট, কর্ণেল চৌমুহনী, হারাধন সংঘ, পুরাতন জেল জংশন, পুরাতন আরএমএস, লাল বাহাদুর চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী এবং জগন্নাথবাড়ি রোডের একটি অংশে৷ শ্রী সামন্ত আরো জানিয়েছেন, আগরতলা শহরের আরো কয়েকটি স্থানে পর্যায়ক্রমে ডিজিট্যাল ট্রাফিক সিস্টেম বসানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *