নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ দেশদ্রাহীতার মামলা দায়ের করা হয়েছে আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বেশ কয়েকজন জনজাতি নেতার বিরুদ্ধে৷ গত ৩০ জানুয়ারী খুমুলুঙে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে জমায়েতে দেশ বিরোধী শ্লোগান দেওয়া হয়েছে, এই অভিযোগে পুলিশ সুয়োমুটো মামলা নিয়েছে৷ আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা, বরক পিপলস হিউম্যান অর্গানাইজেশনের নেতা এ্যান্টনি দেববর্মা, আইপিএফটি তিপ্রাহার অঘোর দেববর্মা সহ ওইদিন জমায়েতে অংশ নেওয়া কয়েকজন জনজাতি নেতার বিরুদ্ধে বেআইনী জমায়েত এবং দেশদ্রোহীতার পরিকল্পনার দায়ে ভারতীয় দন্ডবিধি ১২৪(এ), ১৫৩(এ) এবং ১২০(বি) ধারায় পুলিশ মামলা দায়ের করেছে৷
গত ৩০ জানুয়ারী খুমুলুঙে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আইএনপিটি, টিএসএফ, আইপিএফটি তিপ্রাহা, টিইউআইপিসি, এনসিটি, টিপিএফ এবং কংগ্রেসের উপজাতি শাখা একাধিক জনজাতি সংগঠন র্যালী এবং জমায়েতে অংশ নিয়েছিল৷ রাধাপুর থানার পুলিশ ওই র্যালী এবং জমায়েতে দেশবিরোধী গতিবিধির প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে৷ রাধাপুর থানার পুলিশের কথায়, গত ২৮ জানুয়ারী খুমুলুঙে র্যালী এবং জমায়েতের অনুমতি চেয়ে আবেদন জানান উপেন্দ্র দেববর্মা এবং শ্রীদাম দেববর্মা৷ কিন্তু, আইন-শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করে তাদের র্যালী এবং জমায়েতের দেওয়া হয়নি৷ কিন্তু, তারা ৩০ জানুয়ারী খুমুলুঙে র্যালী এবং জমায়েত সংগঠিত করেছে৷ ওইদিন সেখানে প্রচুর জনজাতি অংশের মানুষ জড়ো হয়েছিলেন৷ পুলিশের দাবি, সেখানে দেশ বিরোধী শ্লোগান দেওয়া হয়েছে৷
পুলিশের বক্তব্য, আইএনপিটি, টিএসএফ, আইপিএফটি তিপ্রাহা, টিইউআইপিসি, এনসিটি, টিপিএফ এবং কংগ্রেসের উপজাতি শাখা একাধিক জনজাতি সংগঠন র্যালীতে শান্তিপূর্ণভাবে অংশ নেয়নি৷ তাঁদের আন্দোলন গতি প্রকৃতিতে স্পষ্ট ছিল তাঁরা দেশবিরোধী অবস্থান নিয়েছে৷ রাধাপুর থানার পুলিশ উল্লেখ করেছে, ওই র্যালীতে অংশকারীদের একাংশকে বাই বাই ইন্ডিয়া, হ্যালো চায়না শ্লোগান দিতে শোনা গেছে৷ এছাড়া, জাতি-উপজাতির সম্প্রীতির বিনষ্টেরও শ্লোগান দেওয়া হয়েছে সেখানে৷
জানা গিয়েছে, পুলিশ সেদিনের ঘটনায় সমস্ত ভিডিও ফুটজে সংগ্রহ করেছে৷ এরপরই বেআইনী জমায়েত এবং দেশদ্রোহীতার পরিকল্পনার দায়ে সুয়োমুটো মামলা নিয়েছে পুলিশ৷ ভারতীয় দন্ডবিধি ১২৪(এ), ১৫৩(এ), ১২০(বি) এবং পুলিশ এ্যাক্ট ২০০৭’র ৮২ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে৷