যান দুর্ঘটনায় মহিলার মৃত্যুতে তীব্র উত্তেজনা বক্সনগরে, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ জানুয়ারী৷৷ ফের যান দূর্ঘটনায় প্রাণ গেল একজনের৷ আহত হয়েছেন আরও একজন৷ নিহতের নাম লক্ষ্মী দাস৷ বয়স আনুমানিক ত্রিশ৷ আহত মহিলার নাম রেখা দে৷ বয়স পয়ত্রিশ৷ দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়ে৷ এলাকাবাসী পথ অবরোধ করেন ঘটনার প্রতিবাদে৷ সংবাদে প্রকাশ বক্সনগরের কলমচৌড়া থানার অধীন মানিক্যনগর হাইসুকলের সামনে এই দূর্ঘটনাটি ঘটেছে৷ সুকল থেকে ছেলেমেয়েদের নিয়ে যেতে গিয়েছিলেন লক্ষ্মী দাস ও রেখা দে৷ বিকাল তখন প্রায় সাড়ে তিনটা৷ রাস্তা দিয়ে আসার সময় পেছন দিক থেকে নম্বরবিহীন একটি মহিন্দ্রা গাড়ি তাদের ধাক্কা দেয়৷ তাথে রাস্তার ওপর ছিটকে পড়েন তারা৷মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ খবর দেওয়া হয় কলমচৌড়া থানায়৷

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মহিলাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ৷ আহতদের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের বক্সনগর থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে, এই দুর্ঘটনার পর এলাকার লোকজন পথ অবরোধ করেন৷ পুলিশ অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হয়েছে৷ কিন্তু, কিছুক্ষণ পরেই এলাকায় খবর পৌঁছে যে আহত লক্ষ্মী দাস হাসপাতালে পৌঁছার আগেই মারা যান৷ মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ এলাকার লোকজন দফায় দফায় তিন জায়গায় পথ অবরোধ করে৷ সন্ধ্যার পরও চলে অবরোধ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বহু চেষ্টা করেছে অবরোধ প্রত্যাহার করানোর জন্য৷ এলাকাবাসীর অভিযোগ বক্সনগর থেকে বিশালগড় যাওয়ার রাস্তায় মারাত্মক গতিতে প্রতিদিন ছুটে চলে গাড়িগুলি৷ এই ব্যাপারে আরক্ষা প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ কখনো কখনো মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে ছুটে চলে গাড়িগুলি পুলিশের নাকের ডগা দিয়ে৷ তারপরও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ পুলিশের এই ভূমিকার প্রতিবাদেই এদিন এখানে দুর্ঘটনার পর পথ অবরোধ করা হয়েছে৷ এদিকে, এদিনের দুর্ঘটনার ব্যাপারে কলমচৌড়া থানায় একটি মামলা নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *