নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে গন্ডাছড়ার হাসপাতালে উত্তেজনা ছড়ায় মৃত রোগীর পরিবারের লোকেরা। জানা গেছে, বুধবার রাতে লক্ষ্মীকান্ত চাকমা নামের এক রোগীকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় লক্ষ্মীকান্ত চাকমা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। হাসপাতালের ইমাজেন্সিতে ছিলেন চিকিৎসক। তিনি লেবাররুমে ব্যস্ত ছিলেন। লক্ষ্মীকান্ত চাকমার পরিবারের লোকেরা লেবার রুম থেকে চিকিৎসককে ডেকে নিয়ে আসেন। চিকিৎসক সঙ্গে সঙ্গে ছুটে এসে লক্ষ্মীকান্ত চাকমার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। ব্যবস্থাপত্রে ওষুধও লিখে দেন তিনি।

এর পর তিনি পুনরায় লেবার রুমে ফিরে যান। জানা গেছে, ডাক্তারবাবু লেবার রুমে ফিরে যেতেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় লক্ষ্মীকান্তের। এ-সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন লক্ষ্মীকান্ত চাকমা। সঙ্গে সঙ্গে লক্ষ্মীকান্ত চাকমার পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে পড়েন। তারা চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেন। রোগীর পরিবারের লোকেরা বেশকিছুক্ষণ হাসপাতালে চেঁচামেচি করতে থাকেন। এক সময়ে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।