নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ২ জানুয়ারী৷৷নাইসারাম পাড়ায় মানুষ খেতে পাচ্ছেন না এবং খাবার না পেয়ে অনাহারে মৃত্যু হচ্ছে বলে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে। তবে নাইসারাম পাড়ায় অনাহারের অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এসডিএম সিদ্ধার্থ সনোয়াল। মঙ্গলবার এসডিএম সিদ্ধার্থ সনোয়াল এই অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, মানুষ না খেতে পাচ্ছেন না বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। অনাহারে একজনের মৃত্যু হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা-ও সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন এসডিএম। এসডিএম সিদ্ধার্থ সনোয়াল জানান, অতিরিক্ত মদ খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকায় প্রশাসনের আধিকারিকরা অবস্থান করছেন যাতে সাধারণ মানুষের কোনও প্রকার অসুবিধে না হয়, জানান এসডিএম সিদ্ধার্থ সনোয়াল।

অনাহারে একজনের মৃত্যু হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা-ও সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন এসডিএম। এসডিএম সিদ্ধার্থ সনোয়াল জানান, অতিরিক্ত মদ খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকায় প্রশাসনের আধিকারিকরা অবস্থান করছেন যাতে সাধারণ মানুষের কোনও প্রকার অসুবিধে না হয়, জানান এসডিএম সিদ্ধার্থ সনোয়াল।