নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিএসএফের এক গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে। বিএসএফের ওই গোয়েন্দা কর্মী শুল্ক দফতরের আধিকারিকদের ফাঁকি দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। জানা গেছে, দুই লক্ষ বাংলাদেশি টাকা-সহ এক যুবককে গ্রেফতার করেও ছেড়ে দিয়েছেন সংশ্লিষ্ট বিএসএফের গোয়েন্দা কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসলে বিএসএফ-এর গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অন্যান্য জওয়ানরা। অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে আগে থেকেই গাঁজা, ফেন্সিডিল এবং গরু পাচারকারীদের সাথে সখ্যতা গড়ে প্রণামি আদায় করার অভিযোগ রয়েছে। জানা গেছে, গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে অভিযোগ, দুই লক্ষ বাংলাদেশি টাকা-সহ এক যুবককে গ্রেফতার করেও ছেড়ে দিয়ে কাস্টমসের কাছে ৭৫ হাজার টাকা জমা দিয়েছেন। বাকি ১ লক্ষ ২৫ হাজার টাকা গায়েব। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অনান্য জওয়ানরা ক্ষুব্ধ হয়ে পড়েন। যার ফলে বিওপি চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। বিএসএফের গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে।