বুয়েনস আইরেস, ৩০ নভেম্বর (হি.স.) : জি২০ সম্মেলনের ফাঁকে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী | আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে সৌদি যুবরাজের সঙ্গে এই সাক্ষাতপর্ব নিয়ে শুক্রবার টুইট করেন প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, \”সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের সঙ্গে দারুণ একটি আলোচনা হল আজ।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/modi-300x300.jpg)
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে শুরু হয়েছে জি২০ সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই সম্মেলনেই সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের সঙ্গে কথা বললেন তিনি। সলমনের সঙ্গে সাক্ষাতে অর্থনৈতিক, সাংষ্কৃতিক ও শক্তি ক্ষেত্রে আরও পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়েছে।
আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের সঙ্গে দারুণ একটি আলোচনা হল আজ। ভারত এবং সৌদি আরবের সম্পর্ক নিয়ে বহু কথা বললাম আমরা। এছাড়া অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন এই দু’দেশের মধ্যে আরও কীভাবে শক্তিশালী করে তোলা যায়, কথা হল তা নিয়েও\”।
প্রধানমন্ত্রীর অফিস থেকেও টুইট করা হয় এই বৈঠক নিয়ে। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠেছে। দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যু ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।