নেশার ওষুধ কোরেক্স সহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ২৯ নভেম্বর ৷৷ গোপন খবরের ভত্তিতে অভি যান চালিয়ে অমরপুরের ব রগঞ্জ থানার পুলিশ নেশার ওষুধ করেক্স-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ ধৃত ব্যত্তি পলাশ ঘোষ বলে পরিচয় পাওয়া গেছে৷
ঘটনার বি বরণে জানা গেছ, বীরগঞ্জ থানার ওসি শশীমোহন জমাতিয়ার নেতৃত্বে জনৈক পলাস ঘোষের বাড়িতে অভিযান চালানো হয়৷ অভি যানে ধৃত ব্যক্তির বাড়ি থেকে প্রায় ২৫০ শিশি করেক্স উদ্ধার করেছ পুলিশ৷ সাথে সাথে অভিযুক্ত পলাশ গোষকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ৷ পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উপযুক্ত ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে৷
পুলিশ জানিয়েছে রাজ্যকে নেশামুক্ত করতে তারা বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন৷ নেশা কারবারের সাথে যুক্ত কাউকে তারা ছাড় দেবেন না৷ পুলিশের কাছে জানা গেছে ধৃত পলাশ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে অনেক নেশা কা রবারির নাম জানতে পেরেছেন তাঁরা৷ সে অনুযায়ী পুলিশ নতুন করে অভিযান শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *