নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.) : ফের বিতর্কে জড়ালেন পঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। খালিস্তানি নেতা গোপাল সিং চাউলার সঙ্গে একই ছবিতে সিধু। আর তা নিয়েই শুরু হয়েছে চূড়ান্ত বিতর্ক।
সিধুর সঙ্গে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করেন গোপাল সিং চাউলা। বুধবার কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে ছবিটি তোলে সিধু। গোপাল সিং চাউলাকে সম্প্রতি পাকিস্তানি সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করতেও দেখা গিয়েছে। আমেরিকায় অবস্থিত খালিস্তানপন্থী সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-এর তরফ থেকে জানানো হয়েছে, গুরুনানক দেবজির ৫৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কর্তারপুরে ‘কর্তারপুর সাহেব কনভেশন-২০১৯’-এর আয়োজন করা হবে। কর্তারপুর করিডরকে ‘ব্রিজ ফর খালিস্তান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পঞ্জাবে ধৃত একাধিক খালিস্তানি জঙ্গির সঙ্গে যোগযোগ রয়েছে পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য গোপালের সঙ্গে। এমনটাই মনে করছে পঞ্জাবের পুলিশ । এই চাওলাই কয়েকদিন আগে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের আধিকারিকদের নানক সাহেব-এ গুরু নানকের জন্মদিনের অনুষ্ঠানে ঢুকতে দেননি। এনিয়ে প্রবল বিতর্ক হয়। বিজেপি নেতা তেজিন্দার বাগ্গা টুইটারে মন্তব্য করেছেন, সিধু একজন খালিস্তানি জঙ্গির সঙ্গে দেখা করেছেন। কী পরিকল্পনা রয়েছে রাহুলের! চার দিন আগে অমৃতসরে জঙ্গি হামলায় খালিস্তানি জঙ্গিদের জড়িত থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, গতকাল কংগ্রেসের নেতা খালিস্তানি জঙ্গি নেতার সঙ্গে দেখা করছেন। আপনারা কি পঞ্জাবকে ইন্দিরা গান্ধীর মতো ফের উত্তপ্ত করার চেষ্টা করছেন! এ বিষয়ে মুখ খুলেছেন, শিরোমনি অকালি দল প্রধান সুখবীর সিং বাদল। তিনি বলেন, সিধু কোনও প্রটোকল মানেন না। সবকিছুকেই উনি লাফটার চ্যালেঞ্জ মনে করেন
অন্যদিকে, বুধবার কর্তারপুর করিডরে গিয়ে সিধু ভারতের অভ্যন্তরীণ বিষয় তুলে ধরে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের ভূয়সী প্রশংসা করেন। যার নিন্দা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর।