আইজল, ২৮ নভেম্বর (হি.স.) : উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার সকাল ৭-টা থেকে ভোট প্রক্রিয়া চলছে মিজোরামে। এই খবর লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট-প্রক্রিয়া। ৪০ আসনের সপ্তম মিজোরাম বিধানসভা ভোটে ময়দানে অবতীর্ণ হয়েছেন ১৫ জন মহিলা-সহ ২০৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে থেকে ৪০ জন বিধায়ক নির্বাচিত করবেন ৩,৯৬৮৫ মহিলা এবং ৩,৭৪,৪৯৬ পুরুষ, অর্থাৎ ৭,৬৮,১৮১ জন ভোটার।
রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, মিজোরামের আটটি জেলার সব বুথেই নির্দিষ্ট সময়ের আগেই প্রচুরসংখ্যক ভোটার লাইন ধরতে শুরু করেন। গোটা রাজ্যে ১,১৬৪টি ভোট কেন্দ্র গঠন করা হয়েছে। তবে ত্রিপুরা-অসম সীমান্ত ঘেঁষা মামিত জেলার ব্রু শরণার্থী ভোটারদের জন্য আলাদাভাবে বিশেয ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে।
অসম-ত্রিপুরা সীমান্তবর্তী মিজোরামের মামিত জেলার কানমুনে দুটি বুথ তৈরি করা হয়েছে। এই বুথগুলিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২,০১৪ জন ত্রিপুরার ছয়টি শিবিরে আশ্রিত ব্রু শরণার্থীরা। সূত্রটি জানিয়েছে, আজ সকালে সময়ের বহু আগে থেকে দুটি বুথে অজস্র ভোটার লাইনে দাঁড়ান। উল্লেখযোগ্য বিষয় হল, এই সব শরণার্থী ভোটারদের জন্য খাবারের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।