বুধনি (মধ্যপ্রদেশ), ২৮ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে এবার বড়সড় চ্যালেঞ্জের মুখে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| মধ্যপ্রদেশে বিগত ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি| কিন্তু, এবারের ভোটপ্রচারে মধ্যপ্রদেশের উন্নয়ন, অগ্রগতি এবং কৃষকদের অবস্থা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে কংগ্রেস| শেষ হাসিটা কে হাসবে, তা জানা যাবে ১১ ডিসেম্বরই| রাজনৈতিক মহলে যাবতীয় জল্পনা সত্ত্বেও, নিজের ক্ষমতা ধরে রাখতে আত্মবিশ্বাসী শিবরাজ সিং চৌহান| ভোটের সকালেই বুধনিতে নর্মদা নদীর তীরে বিশেষ পূজা-অর্চনা করেছেন সস্ত্রীক-শিবরাজ সিং চৌহান| এরপর সকাল আটটা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে বুধনি বিধানসভা কেন্দ্রের জৈত গ্রামে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী| পাশাপাশি জনতাকেও ভোট দেওয়ার অনুরোধ করেছেন শিবরাজ| গত বার মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১৬৫টি ছিল বিজেপির দখলে| এদিন ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী শিবরাজ সিং জানিয়েছেন, ‘আমরা ১০০ শতাংশ নিশ্চিত মধ্যপ্রদেশে বিজেপিই সরকার গড়বে, তাও আবার সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায়| আমরা ২০০টি আসনের লক্ষ্য নির্ধারণ করেছি, এ জন্য লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক কাজ করছেন|’
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত শিবরাজ সিং চৌহান| ঠিক ততটাই আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা কমল নাথ এবং জ্যোতিরাদিত্য সিন্দিয়া| বুধবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা কমল নাথ জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশের জনগণের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে| তাঁরা সরল এবং নির্দোষ,দীর্ঘ দিন ধরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাঁদের শোষণ করছে|’ ১১ ডিসেম্বর শেষ হাসি হাঁসবে কংগ্রেসই, এমন দাবি করে জ্যোতিরাদিত্য সিন্দিয়া জানিয়েছেন, ‘জনগণের আশীর্বাদে ১১ ডিসেম্বর কংগ্রেসই জয়ী হবে মধ্যপ্রদেশে|’ এদিন সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করেছেন কংগ্রেস নেতা কমল নাথ, শিবপুরী থেকে ভোট দিয়েছেন যশোধরা রাজে সিন্দিয়া, ৱুধনীতে পরিবারের সদস্যদের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন শিবরাজ সিং, গোয়ালিওরে ভোট দিয়েছেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্দিয়া প্রমুখ|