উত্তর-পূর্বাঞ্চলীয় চিনে কেমিক্যাল প্ল্যান্টের বাইরে জোরালো বিস্ফোরণ, মৃত্যু অন্ততপক্ষে ২২ জনের

বেজিং, ২৮ নভেম্বর (হি.স.): জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলীয় চিনের একটি কেমিক্যাল প্ল্যান্ট এবং সংলগ্ন এলাকা| তীব্র বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ২২ জন|এছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮টি ট্রাক এবং ১২টি গাড়ি| প্রশাসন সূত্রের খবর, মধ্যরাতের (বুধবার) কিছু পরে উত্তর-পূর্বাঞ্চলীয় চিনের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হেবেই শেনঘুয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড-এর বাইরে জোরালো বিস্ফোরণ হয়|

তীব্র বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ২২ জন| এছাড়াও ৩৮টি ট্রাক এবং ১২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়| কি কারণে জোরালো বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে| কমবেশি আহত অবস্থায় কমপক্ষে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *