কুরুক্ষেত্রে (হরিয়ানা), ২৭ নভেম্বর (হি.স.): ভোররাতে আগুন-আতঙ্ক ১২৩১২ কালকা-হাওড়া এক্সপ্রেসে| মঙ্গলবার ভোররাত ২.৫৫ মিনিট নাগাদ ১২৩১২ কালকা-হাওড়া এক্সপ্রেসের ইঞ্জিনের পিছনে প্রথম কামরায় ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় এসএলআর (সিটিং কাম লাগেজ রেক) কামরা| ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুরুক্ষেত্রের সন্নিকটে, ধীরপুর-ঢোডা খেদি রেলওয়ে স্টেশনের মাঝে| সৌভাগ্যবশত এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন ছ’জন যাত্রী| তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| আগুনে ক্ষতিগ্রস্ত কামরাটিকে আলাদা করার পর পুনরায় শুরু হয় ট্রেন চলাচল|
উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার ভোররাত ২.৫৫ মিনিট নাগাদ (আনুমানিক) ধীরপুর-ঢোডা খেদি রেলওয়ে স্টেশনের মাঝে ১২৩১২ কালকা-হাওড়া এক্সপ্রেসের ইঞ্জিনের পিছনে প্রথম কামরায় আগুন লাগে| তত্ক্ষণাত্ প্রথম কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়| ট্রেন দাঁড়িয়ে যাওয়া মাত্রই সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন| তাই প্রাণহানির কোনও খবর নেই| তবে, ধোঁয়ায় শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন বেশ কয়েকজন যাত্রী| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| ভোর ৪.৩৫ মিনিট নাগাদ দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে| অগ্নিকাণ্ডের জেরে ট্রেনের কামরাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে| কি কারণে আগুন লাগাল ট্রেনের কামরায়, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|