নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ আগরতলায় মহিলা মহাবিদ্যালয়ের ক্যাম্পস হলের সামনে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা বিষয়ে আজ পশ্চিম জেলাভিত্তিক তথ্য জানার শিবির অনুষ্ঠিত হয়৷ শুধু আগরতলাই নয় রাজ্যের ৮টি জেলাতেই আজ শিক্ষা দপ্তরের উদ্যোেগে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য জানানো বা প্রচার মূলক শিবির অনুষ্ঠিত হয়৷ আগরতলায় আয়োজিত শিবিরে বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধি এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন৷
শিবিরে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বি এড অনুপ্রেরণা যোজনায় ত্রিপুরা সরকার বি এড প্রশিক্ষণের জন্য ভর্তুকিতে ঋণ প্রদান প্রকল্প চালু করেছে৷ এ প্রকল্পে আবেদনকারীকে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৮ বছর বয়স এবং গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে ৫০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হতে হবে৷ এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে নূ্যনতম বয়স সীমা ৪৩ বছর এবং ৪৫ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটুত্তীর্ণ হতে হবে৷ যারা বিএড কোর্সের জন্য ত্রিপুরা সরকার প্রযোজ্য অন্য কোও প্রকল্প থেকে ঋণ নিয়েছেন তারা আবেদন করতে পারনেব না৷ এ প্রকল্প শুধু মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য৷ যারা এই প্রকল্পের মাধ্যমে বিএড কোর্স করতে ইচ্ছুক তারা এসবিআই, ইউবিআই, কানাড়া ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক এবং গ্রামীণ ব্যাঙ্কে ঋণের জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন৷ এই শিবিরে উপস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মার্কেটিং ম্যানেজার জানান, এই যোজনায় ঋণ গ্রহণের জন্য সারা রাজ্যে গ্রামীণ ব্যাহেক এ পর্যন্ত ৫১২ জনের আবেদনপত্র জমা পড়েছে৷ এরমধ্যে ১৫০ জন অবেদনকারী পশ্চিম জেলার প্রার্থী৷ ইউবিআই ব্যাঙ্কের প্রতিনিধ জানান, এই ঋণ গ্রহণের জন্য ইউবিআই ব্যাঙ্কে সারা রাজ্যে এ পর্যন্ত ২৪৪ জনের আবে দনপত্র জমা পড়েছে৷ এরমধ্যে ১৬৪ জন আবেদনকারী পশ্চিম জেলার প্রার্থী৷ এছাড়া কানাড়া ব্যাঙ্কে ৩৮ জন, এলাহাবাদে ব্যাঙ্কে ২ জন, এসবিআই-এ ১০ জন এবং ইউনিয়ন ব্যাঙ্কে ১ জনের আবেদনপত্র জমা পড়েছে বলে উক্ত ব্যাঙ্ক প্রতিনিধিগণ জানান৷