বিএড অনুপ্রেরনা যোজনায় আবেদনকারীদের নথিপত্র যাচাই শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরনা যোজনায় আবেদনকারীদের নথিপত্র যাচাই রবিবার থেকে শুরু হচ্ছে৷ রাজ্যের ৮টি জেলাতেই আবেদনকারীদের নথিপত্র একত্রে যাচাই শুরু হবে৷ রাজ্য জেলা প্রশাসনের আধিকারীক, বিভিন্ন সুকলের প্রিন্সিপাল, উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারীক এবং ইউবিআই এর আধিকারীকরা ওই নথিপত্র গুলি যাচাই করবেন৷

জানা গেছে, পশ্চিম জেলায় মাতঙ্গিনী প্রতীলতা প্রেক্ষাগৃহে, ধলাই জেলার আমবাসায় চন্দ্রইপাড়া সুকলে, খোয়াই জেলার খোয়াই বয়েজ সুকলে, উত্তর জেলার ধর্মনগরে বিবিআই সুকলে, ঊনকোটি জেলার কৈলাসহরের আরকেআই সুকলে, দক্ষিণ জেলার বিলোনীয়ায় বিদ্যাপীঠ সুকলে, গোমতী জেলার উদয়পুরে কেবিআই সুকলে এবং সিপাহীজলা জেলার বিশালগড়ে  অফিসটিলা সুকলে নথিপত্র যাচাই কেন্দ্র গড়ে তোলা হয়েছে৷ আবেদনকারীদের ইনকাম সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার নথি জমা দিয়ে হয়েছে৷ এদিকে, এই যোজনায় ২ লক্ষ টাকা ঋণ নিতে গেলে কোনও সরকারি কর্মচারী গ্যারান্টার প্রয়োজন নেই৷ শুধু তাই নয়, ঋণ নিতে  গেলে কোনও চুক্তি কিংবা জমির দলিল জমা দেওয়ারও প্রয়োজনীয়তা৷ আবেদনকারী এবং তার অভিভাবকের সাক্ষরের ভিত্তিতেই ঋণ দেওয়া হবে৷

সম্প্রতি শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনায় পাচ হাজার জনকে রাজ্য সরকার স্পনসার করবে৷ আবেদনকারীরা এনসিটিই, এনএএসি এবং ভারতের কোয়ালিটি কাউন্সিলের অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানেই বিএড কোর্সের জন্য ভর্তি হতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *