১৪টি নগর সংস্থার ১৫৮ শূণ্য আসনে উপনির্বাচন ২২ ডিসেম্বর, গণনা ২৬শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ আগামী ২২ ডিসেম্বর রাজ্যের ১৪টি নগর সংস্থার ১৫৮টি শূণ্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ ভোট

রাজ্য নির্বাচন কমিশনার জি কামেশ্বর রাও৷

গননা হবে ২৬ ডিসেম্বর৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাও সাংবাদিকদের এই সংবাদ জানান৷ তিনি জানান,  আগামী ২৬ নভেম্বর পুর সংস্থার নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে৷ মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ ৪ ডিসেম্বর৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৭ ডিসেম্বর৷ উপনির্বাচনেতর ভোট গ্রহণ করা হবে ২২ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত৷ ভোট গণনা করা ববে ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে৷ আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷

উপনির্বাচনে ভোট নেওয়া হবে ব্যালট পেপারের মাধ্যমে৷ নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্যে জানা যায়, এ বছরের উপনির্বাচনে মোট ১ লক্ষ ৭০ হাজার ৩৪১ জন ভোটার রয়েছেন৷ এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮৫ হাজার ১৫৩ জন৷ মহিলা ভোটার রয়েছেন ৮৫ হাজার ১৮৭ জন এবং অন্যান্য ভোটার রয়েছেন ১ জন৷ এবারের উপনির্বাচনের জন্য ৮ জেলার জেলাশাসককে ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে৷ ১৩ জন মহকুমা শাসককে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে৷ চৌদ্দটি পুর সংস্থার আসনে উপনির্বাচনে মোট পোলিং স্টেশন থাকবে ২০৮টি৷ ভোট গণনা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর ২০১৮ তারিকে প্রত্যেক মহকুমা সদরে সকাল ৮টা থেকে৷ সবচেয়ে বেশি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে আগরতলা পুর নিগম এলাকায়৷ মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩৬টি৷ রাজ্য নির্বাচন দপ্তরের প্রদত্ত তথ্যে জানানো হয়েছে পানিসাগর নগর পঞ্চায়েতে ১১টি, কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলে ৮টি, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলে ৫টি, কমলপুর নগর পঞ্চায়েতে ১১টি, খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলে ১৫টি, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলে ১৯টি, রানীরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলে ৩টি, জিরানীয়া নগর পঞ্চায়েতে ১১টি, আগরতলা পুর নিগমে ৩৬টি, বিশালগড়ে ১৬টি, মেলাঘরে ১৩টি, উদয়পুরে ৩০টি, শান্তিরবাজারে ১৩টি ও বিলোনীয়া মিউনিসিপ্যাল কাউন্সিলে ১৭টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হবে৷ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পুর সংস্থাগুলির উপনির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বিষয়েও পর্যালোচনা করা হয়৷ সাংবাদিক সম্মেলনে রাজত্থ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং, রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *