শ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.) : অস্থির পরিস্থিতির থেকে জম্মু ও কাশ্মীরকে বাঁচানোর জন্য পিডিপি-কে সরকার গড়ার জন্য সমর্থন করেছিলাম।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/12/omar-300x291.jpg)
এদিন ওমর আবদুল্লা বলেন, সরকার গড়া নিয়ে যে ঘোড়া কেনাবেচা হচ্ছে এবং অর্থ ব্যবহার করা হয়েছে তার তদন্ত হওয়া দরকার। অন্য কেউ আমাদের জোটবদ্ধ হওয়ার জন্য বলেনি। অস্থির পরিস্থিতির থেকে জম্মু ও কাশ্মীকে বাঁচানোর জন্য পিডিপি-কে সরকার গড়ার জন্য সমর্থন করেছিলাম। কিন্তু রাজ্যপাল সেই দাবি অগ্রাহ্য করেন। কিন্তু আমি এও মনে করি না ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, কংগ্রেস এক সঙ্গে নির্বাচন লড়লে রাজ্য ভাল হবে। কারণ বৈধ বিরোধী দল থাকাটা প্রয়োজন।
উল্লেখ্য, সম্প্রতি পিডিপি ফের সরকার গঠনের দাবি করায় কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বিধানসভা ভেঙে দেন রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজভবন থেকে এক বিবৃতিতে ওই পদক্ষেপ নেওয়ার পেছন তিনটি কারণ উল্লেখ করা হয়। এর মধ্যে ছিল বিপুল টাকা লেনদেনের সম্ভাবনা, কোনও স্থায়ী সরকার গঠন না হওয়ার সম্ভাবনা।